প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সন্তান আর পরিবারকে সময় দেবার জন্য টিভি অভিনেত্রী আনিতা হাসনন্দানি অভিনয় ছেড়ে দিতে যাচ্ছেন বলে এক গুজব রটার পর অভিনেত্রী জানিয়েছেন কথাটি সত্য নয়। সম্প্রতি আনিতা বলেন তৈরি হবার পরই তিনি কাজে যোগ দেবেন। এছাড়া টুইট করেছিলেন ছেলে আরাভই তার প্রথম অগ্রাধিকার। এতে গুজব রটে যায় তিনি অভিনয় ছেড়ে দেবেন। এর জবাবে তিনি লিখেছেন, ‘আমি কখনও বলিনি, আমার প্রথম ভালবাসা অভিনয়কে ছেড়ে দিতে যাচ্ছি- শুধু বলেছিলাম আমার সন্তানই আমার প্রথম অগ্রাধিকার। আরাভ আমার অগ্রাধিকার। তৈরি হয়েই কাজে যোগ দেব।’ এর আগে তিনি বলেছিলেন মায়ের দায়িত্ব পালনের জন্য তিনি কিছুটা সময় অভিনয় থেকে দূরে থাকবেন। প্যানডেমিক নয় বরং ছেলে আরাভকে সময় দেবার জন্যই তিনি বাড়িতে আছেন।‘সন্তানের মা হলেই অভিনয় ছেড়ে দেব এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি সবসময়ই মা হওয়াকে গুরুত্ব দিয়ে এসেছি। তাই বিষয়টি প্যানডেমিক নিয়ে নয় আমি আসলে প্যানডেমিক আসুক না আসুক অভিনয় ছেড়ে দিতাম। আমি আমার সন্তানকে সময় দিতে এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’ আনিতা জানান এখনও জানেন না ঠিক কবে কাজে ফিরবেন। ফেব্রুয়ারিতে আনিতা মা হয়েছেন, সন্তানের বাবা তার স্বামী রোহিত রেড্ডি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।