বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহামারি করেনায় গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে নতুন করে আরও ৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ৩৪৫ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১ দশমিক ৭৪ শতাংশ।
এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯১১ জন। মোট আক্রান্তের হার ১০ দশমিক ৬৪ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কারও মৃত্যু হয়নি। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১২৭ জনের। মৃত্যুর হার ১দশমিক ২৮শতাংশ।
বুধবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য প্রকাশ করে।
জেলা সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখারের বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৪৭ জন সদর উপজেলার, সুবর্ণচরের একজন, বেগমগঞ্জের ১১ জন, সোনাইমুড়ীর সাতজন, চাটখিলের ২ জন, কোম্পানীগঞ্জের পাঁচজন ও কবিরহাটের দুইজন রয়েছেন।
জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ১৫৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ২৩ শতাংশ।
এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দুই হাজার ৬২৫জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৪৪ জন ও আইসোলেশনে রয়েছেন ১৬জন।
উল্লেখ্য, করোনা সংক্রমণ প্রতিরোধে নোয়াখালীর পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা ১৮ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।