Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাবতলীতে বাল্যবিয়ের অভিযোগে ছেলের ও মেয়ের বাবার জেল

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার গাবতলীতে বাল্যবিয়ের অভিযোগে ছেলে ও মেয়ের পিতাকে ৭ দিন জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গাবতলী উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মুহাঃ আহসান হাবিব ভ্রাম্যমাণ আদালতে এ আদেশ দেন।
জানা যায়, গাবতলী সদরের ক্ষেদ্রপেরী গ্রামের মৃত সায়েদ আলীর পুত্র জহুরুল ইসলাম (১৪) বছরের কন্যার সাথে পার্শ্ববর্তী তরফমেরু গ্রামের ছায়েদ আলীর পুত্র পারভেজ হোসেন (১৭) সাথে গত মঙ্গলবার রাতে বিয়ের সময় এসআই মাহবুব ফোর্সসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। বিয়ে চলাকালে পুলিশ যাওয়া মাত্র বর পালিয়ে যায়। এসময় পুলিশ ছেলের বাবা ছায়েদ আলী ও মেয়ের বাবা জহুরুল উভয়কে নিয়ে এসে ইউএনও কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাঃ আহসান হাবিব বাল্যবিয়ের অভিযোগে ছেলের বাবা ছায়েদ আলী ও মেয়ের বাবা জহুরুল উভয়কে ৭ দিনের জেলের আদেশ দেন। এরপর পুলিশ ছায়েদ ও জহুরুল’কে গতকাল বুধবার জেলহাজতে প্রেরণ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাবতলীতে বাল্যবিয়ের অভিযোগে ছেলের ও মেয়ের বাবার জেল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ