Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক রেটিং দাবা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রæপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ আসরে অংশ নেবেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ, অনত চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন, ক্যান্ডিডেট মাস্টার মো. সোহেল চৌধুরী, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ক্যান্ডিডেট মাস্টার মো. জামাল উদ্দিন ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহান ও মোহাম্মদ আমিনুল ইসলামসহ ১২১ জন দাবাড়–। গতকাল দুপুরে দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদউল্যাহ’র সভাপতিত্বে এর উদ্বোধন করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ. এম. ইকবাল বিন আনোয়ার। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্বদাবা সংস্থার এশিয়া জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ