Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমা চাইলেন মার্কিন আইনপ্রণেতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২১, ১২:০১ এএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনী ইহুদিদের প্রতি যে আচরণ করেছে তার সঙ্গে মাস্ক পরার নিয়মকে তুলনা করেছিলেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের আইনপ্রণেতা মার্জোরি টেইলর গ্রিন। এজন্য অবশেষে ক্ষমা চাইলেন তিনি। ওয়াশিংটন ডিসির হলোকাস্ট স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে উক্ত মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি। তিনি বলেন, এটি স্বীকার করা তার জন্য গুরুত্বপূর্ণ যে তিনি একটি ‘আপত্তিকর মন্তব্য’ করেছেন। গত জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর থেকেই ট্রাম্পের এই সহযোগী বিতর্ক তৈরি করে আসছেন। সোমবার ইউএস ক্যাপিটলের বাইরে দাঁড়িয়ে গ্রিন বলেন, ‘আমার বাবা যে কয়টি শ্রেষ্ঠ শিক্ষা আমাকে দিয়েছেন তার একটি হলো, যখন আপনি একটি ভুল করবেন সেটির দায়ভার আপনার নেয়া উচিত।’ তিনি বলেন, ‘আমি একটি ভুল করেছি এবং এটি কয়েক সপ্তাহ ধরে আমাকে অস্বস্তিতে রেখেছে, আর তাই আমি অবশ্যই এর দায়ভার নিতে চাই।’ গ্রিন আরও বলেন, ‘কোন কিছুই হলোকাস্টের সঙ্গে তুলনীয় নয়। আর যে শব্দগুলো আমি ব্যবহার করেছি এবং যে মন্তব্য করেছি, আমি জানি তা আপত্তিকর ছিল এবং এর জন্য আমি ক্ষমা চাইছি।’ সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ