মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
একটি রেস্তোরাঁয় গিয়ে বিনামূল্যে বার্গার চান ‘তাদের বিশেষ এক অতিথি’। তবে এতে অস্বীকৃতি জানানোয় ওই রেস্তোরাঁর ১৯ জন কর্মচারীকেই আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার লাহোরের চেইন ফুড শপ ‘জনি অ্যান্ড জুগনু’তে এ ঘটনা ঘটে। কর্মচারীদের পুলিশ সাত ঘণ্টা আটকে রাখে। এতে বিপাকে পড়েন রেস্তোরাঁরক্ষুধার্ত গ্রাহকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, রেস্তোরাঁর কর্মীরা একজন ‘উচ্চপদস্থ বিশেষ অতিথির’ ফ্রিতে বার্গার খাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। তখনই ঘটনার সূত্রপাত হয়। এক বিবৃতিতে রেস্তোরাঁটি জানায়, আমাদের রেস্তোরাঁয় এমন ঘটনা এটিই প্রথম না। তবে আমরা চাই এমন ঘটনা আর না ঘটুক। এ বিষয়ে পুলিশ কর্মকর্তা ইনাম গণি টুইটারে জানান, এ ঘটনায় জড়িত নয়জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারোর নেই। রেস্তোঁরার কর্মীরা জানায়, আটকদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।