Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হাতি ক্ষেপে যাওয়ায় পালিয়ে গেলেন বর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২১, ১২:০১ এএম

হাতিতে চড়ে বিয়ে করতে যাওয়া ভারতে খুবই সাধারণ একটি বিষয়। সাধারণত হাতির পিঠে চেপে কনের বাড়িতে যায় বর। বরযাত্রী সমেত বরের এ যাত্রায়ও থাকে নানান শঙ্কা। কারণ, হাতি শান্ত প্রাণী হলেও তার সঙ্গে খারাপ আচরণের ফল হতে পারে খুবই ভয়ঙ্কর। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের রাজ্য উত্তর প্রদেশের এক বিয়ের অনুষ্ঠানে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন আর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই বিয়ের ভিডিওতে দেখা গেছে, আনন্দ ত্রিপাঠি নামের ওই বর বিয়ের অনুষ্ঠানস্থলে আসছেন। তিনি একটি ঘোড়ার গাড়িতে বসেছিলেন। ওই গাড়িটি আবার নিয়ন বাতি দিয়ে সাজানো ছিল। বিয়েতে বরযাত্রীরা একটি হাতি ও কয়েকটি ঘোড়া নিয়ে এসেছিলেন। সবই ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ এক অপ্রীতিকর ঘটনা ঘটে, যখন বরযাত্রীদের আগমনে বিকট শব্দে বাজি ফোটা শুরু হয়। এ বাজি ফোটার শব্দে হাতিটি ক্ষেপে যায়। একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় হাতিটি। ক্ষিপ্ত হাতিটি সামনে যা পেয়েছে তাই ধ্বংস করেছে। বিয়ের সামিয়ানাটিও লণ্ডভণ্ড করে দেয় সেটি। এমনকি বিয়ের অনুষ্ঠানে পার্ক করা চারটি গাড়িও উল্টে দেয়। ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ