মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাদকের বিরুদ্ধে অভিযানের সময় মানবতাবিরোধী অপরাধ হয়েছে ফিলিপাইনে। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) প্রধান প্রসিকিউটর ফাতু বেনসুদা। ফিলিপাইনে মাদকের বিরুদ্ধে ওই অভিযানের নির্দেশ দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে। ফলে অভিযান চালাতে গিয়ে কমপক্ষে ৬ হাজার মানুষকে হত্যা করা হয়। এটা সরকারি হিসাব। তবে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক গ্রুপগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে এই সংখ্যা আরো অনেক বেশি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরো বলা হয়, এ সপ্তাহে আইসিসির দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন ফাতু বেনসুদা। এ সময়ে তিনি ২০১৮ সালে ফিলিপাইনে মাদকের বিরুদ্ধে ওই যুদ্ধের প্রাথমিক তদন্ত উন্মুক্ত করে গেলেন। প্রেসিডেন্ট দুর্তেতের একজন মুখপাত্র বলেছেন, আইসিসির কোনো সদস্য নয় ফিলিপাইন। তাই আইসিসির কোনো রকম তদন্তে সহযোগিতা করবে না তার সরকার। উল্লেখ্য, ফিলিপাইনে মাদক বিরোধী অভিযানে হত্যা করা হয়েছে একের পর এক মানুষ। এ নিয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক পর্যায় থেকে নিন্দা জানানো হয়েছে। ক্ষোভ প্রকাশ করা হয়েছে। মিস ফাতু বেনসুদা প্রথমে বলেছেন, ২০১৬ সালের অক্টোবরে ফিলিপাইনে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় তাতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। সোমবার তিনি বলেছেন, ফিলিপাইনে মানুষকে হত্যা করা হয়েছে এ বিষয়ে বিশ্বাস করার তার যৌক্তিক কারণ আছে। তাই তার পরে যিনি এই পদে আসবেন তিনি যেন এই অপরাধের পূর্ণাঙ্গ তদন্ত করতে পারেন এ জন্য বিচারকদের কাছে অনুমতি প্রার্থনা করেন তিনি। উল্লেখ, বুধবার আইসিসির প্রধার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেবেন বৃটিশ আইনজীবী করিম খান। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।