বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাতক উপজেলা সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতকে জেএসসি পরীক্ষার ফরম পূরণে নেয়া অতিরিক্ত টাকা ফেরতে বিলম্বের বিষয় নিয়ে শিক্ষক-ছাত্রের কথা কাটাকাটির ঘটনা নিয়ে বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্যে পাঠদান বন্ধ রেখেছেন শিক্ষকরা। ফলে গত ৪ দিন থেকে ছাত্রছাত্রীদের লেখাপড়া বিঘিœত হচ্ছে। স্থানীয়রা জানান, ২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত আড়াই শ’টাকা ফি’র বদলে সিংচাপইড় একতা উচ্চ বিদ্যালয়ে রশীদের মাধ্যমে জনপ্রতি ৬৮০ টাকা হারে আদায় করছেন। এভাবে সরকারি ফি’র নামে অবৈধভাবে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ২আগষ্ট সিলেট মাধ্যমিকও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসারও সিংচাপইড় ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীদের অভিভাবকরা। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হেনাকে অতিরিক্ত টাকা ফিরিয়ে দেয়ার নির্দেশ দেন। কিন্তু একমাস পরও টাকা ফেরত না দেয়ায় গত ৭ সেপ্টেম্বর বিদ্যালয়ের অফিস কক্ষে এসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা টাকা ফেরতের জন্যে অনশন শুরু করে। এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এনিয়ে শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্যে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখেছেন।
সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিজাম উদ্দিন জানান, অতিরিক্ত টাকাগুলো ফেরত দেয়ার জন্যে নির্দেশ দেয়া হয়েছে। তবে এখনো টাকা ফেরত না দেয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।