Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব- নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ৭:৩৯ পিএম

দেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ক্ষুধার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব। আজ মঙ্গলবার খুলনার কয়রার বাগালী ইউনিয়নের হোগলারহাটে নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সামাজিক সংগঠন নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি মুফতি জাকির হোসাইনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন, নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন এর উপদেষ্টামন্ডলীর সদস্য মুফতি ইউনুস আহমাদ, সহ-সভাপতি এস এম আলমগীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তাজাম্মল হোসেন (মিঠু),সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম (মিন্টু), দফতর সম্পাদক মুফতি ইকবাল হোসেন ও প্রচার সম্পাদক মুফতি আব্দুল্লাহ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,তৈল,পিঁয়াজ,আলু, লবণ ও পানি।

উল্লেখ্য, নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন দুর্যোগকালীন সময়সহ বিভিন্ন সময়ে জনকল্যাণমূলক কাজ করে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ