Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় নতুন বাজারে ব্রিজ নির্মাণ শেষ না হওয়ায় জনদুর্ভোগ চরমে

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা-শ্রীপুর সড়কের নতুন বাজার ব্রিজটির নির্মাণ কাজে বিলম্ব হওয়ায় মাগুরা আসা এবং শ্রীপুরগামী জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সড়ক নির্মাণে ধীরগতিতে মাগুরা থেকে শ্রীপুরগামী এবং শ্রীপুর থেকে মাগুরায় আসা বড় যানবাহন চলাচল উক্ত সড়ক দিয়ে চলাচল করতে পারছে না। ছোট ছোট যানবাহন নিজনান্দুয়ালী গ্রামের মধ্য দিয়ে যাতায়াত করায় গ্রাম্য রাস্তাগুলো নষ্ট হয়ে জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছে। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে মাগুরার নতুন বাজারের নবগঙ্গা নদীর উপর ৪ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের মাধ্যমে ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছে। জুন মাসের মধ্যে এ ব্রিজের কাজ শেষ হবার কথা থাকলেও তা শেষ হতে ডিসেম্বর মাস পর্যন্ত সময় লাগবে বলে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে। বর্তমানে যেভাবে কাজ হচ্ছে তাতে ডিসেম্বর মাসেও কাজ শেষ হবে বলে মনে হচ্ছে না। আর এ বিলম্বের কারণে মাগুরার সাথে শ্রীপুর উপজেলার যোগাযোগে জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলার কারেণে এ ব্রিজ নির্মাণে বিলম্ব হয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে।
বিলম্বের কারণে মাগুরা থেকে শ্রীপুর যেতে যানবাহনকে রামনগর, ওয়াপদা মোড় অথবা রাউতড়া হয়ে ঘুরে আসা-যাওয়া করতে হচ্ছে। এতে এক দিকে জ্বালানির অপচয় অপরদিকে সময় লাগছে তিনগুণ। ব্রিজটি নির্মাণের সময় বিকল্প কোন ব্যবস্থা না নেয়ায় এ দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে শ্রীপুর এলাকায় কোন স্থানে আগুন লাগলে বা দ্রুত কোন রোগী আনা-নেয়া করার ক্ষেত্রে ফায়ার ব্রিগেডের গাড়ি বা এম্বুলেন্সের দ্রুত আসা-যাওয়ার ক্ষেত্রে চরম সমস্যা দেখা দিয়েছে। প্রতিদিন এ পথ দিয়ে শ্রীপুর উপজেলার হাজার হাজার মানুষ জেলা শহর মাগুরায় যাতায়াত করে থাকে তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানুষের সমস্যা সমাধানে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে এ প্রকল্প হাতে নেয়া হয়। প্রকল্প বাস্তবায়ন হলে মাগুরা জেলা শহরের সাথে শ্রীপুর উপজেলার জনগণের দীর্ঘদিনের সমস্যার সমাধান জেলা শহর মাগুরার সাথে যোগাযোগ সহজতর হবে। এখানে ইতোপূর্বে একটি ব্রিজ ছিল যা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সড়ক ও জনপথ বিভাগ নতুন করে ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করে। এলাকার মানুষ দীর্ঘদিন এ স্থানে ব্রিজ নির্মাণের দাবি করে আসছিল। মানুষের প্রয়োজন উপলব্ধি করে এ প্রকল্প নেয়া হয়। খুলনার দি আজাদ ইঞ্জিনিয়ার্স নামে ঠিকাদারী প্রতিষ্ঠান এ নির্মাণ কাজ করছে। এলাকার মানুষের দুর্ভোগ কমাতে যথাশীঘ্র ব্রিজটির নির্মাণ কাজ শেষ করা জরুরি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাগুরায় নতুন বাজারে ব্রিজ নির্মাণ শেষ না হওয়ায় জনদুর্ভোগ চরমে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ