Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওজোপাডিকোর সিবিএ নির্বাচন আজ সরকারি দলের দুটি প্যানেলের বিপক্ষে সুবিধাজনক স্থানে বিরোধীমতের সমর্থন

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, খুলনা : ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর যৌথ দরকষাকষি প্রতিনিধি (সিবিএ) নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে ঘিরে বেশ কিছুদিন ধরে প্রচার-প্রপাগন্ডা চললেও শেষ মুহূর্তে এসে একদিকে নির্বাচনী প্রক্রিয়া চালানো অপরদিকে আদালতে মামলা করে নির্বাচন বন্ধের চেষ্টা করায় নতুন আলোচনার পাত্র হয়েছে সরকার দলীয় একটি শ্রমিক সংগঠন। ওজোপাডিকোতে তিনটি শ্রমিক সংগঠনের মধ্যে এ সিবিএ নির্ধারণী নির্বাচন হতে চললেও দু’টি সংগঠনই যখন সরকারী দলের নাম ব্যবহার করে আসছিল তখন ওই সংগঠন দু’টির মূল দল আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ মঙ্গলবার স্পষ্ট ঘোষণা দেন যে, ওজোপাডিকোতে শ্রমিক লীগের আওতাধীন একমাত্র সংগঠন হচ্ছে ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ (বি-২১৩৮)। আবার ওই সংগঠনের উদ্যোগে শ্রমিক মহাসমাবেশ চলাকালে গতকাল দুপুরে অপর সংগঠন ওজোপাডিকো শ্রমিক কর্মচারী লীগের (বি-২১৩৫) বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার পাল্টা শোডাউনও অনেকের নজর কাড়ে। সরকারী দলের এ দু’টি শ্রমিক সংগঠনের মহড়ার মধ্যে অনেকটা ‘তামাসা’ দেখে বিরোধী সংগঠন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-২১৪০)। নিজ দলের দু’টি শ্রমিক সংগঠনের বিরোধের মধ্যে নীরব বিপ্লবের স্বপ্নও দেখছেন এ সংগঠনটির নেতারা। ফলে সরকারি দলের দু’টি শ্রমিক ইউনিয়নের পৃথক প্যানেলের বিপক্ষে সুবিধাজনক স্থানেই রয়েছে সরকার বিরোধীমতের সমর্থন।
বি-২১৪০-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মজিবর রহমান, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আযম সরোয়ার জানান, নির্বাচনে তাদের বিজয় নিশ্চিত জেনে বাগেরহাট, পিরোজপুর, ভোলা, ফরিদপুরসহ বিভিন্ন স্থানে তাদের কর্মী-সমর্থকদের হুমকি দেয়া হচ্ছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তাদের অবস্থান ভাল থাকবে বলেও এ তিন নেতা দাবি করেন।
এদিকে, নির্বাচনে কোন প্রকার অনিয়ম, অস্বচ্ছতাকে প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন খুলনা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ আবু বিন আলম।
তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও অবাধ করতে ইতোমধ্যে খুলনা বিভাগের ১৬টি কেন্দ্রসহ মোট ২১টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা চলে গেছেন। প্রতিটি কেন্দ্রেই আজকের মধ্যে ব্যালট বাক্স পৌঁছে যাবে বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, নির্বাচন অবাধ করতে ২১ জেলার জেলা প্রশাসকের কাছে শ্রম পরিচালক পত্র দিয়ে ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুরোধ জানিয়েছেন। থাকবে র‌্যাব-পুলিশসহ প্রয়োজন অনুযায়ী গোয়েন্দা নজরদারিও। সুতরাং কোন প্রকার অনিয়মের সুযোগ নেই।
অপর একটি সূত্র জানায়, খুলনা বিভাগীয় শ্রম আদালতে মামলা করে নির্বাচন বন্ধে ব্যর্থ হয়ে ওজোপাডিকো শ্রমিক কর্মচারী লীগের (বি-২১৩৫) কেন্দ্রীয় সভাপতি মকলুকার রহমান ও কার্যকরী সভাপতি মোস্তাফিজুর রহমান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। যদিও সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন মিয়া হিটুর নেতৃত্বে নগরীতে মোটরসাইকেল শোভাযাত্রা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ