মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত সোমবার চীনের পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত তিন দিনে ‘ড্রাগন নৌকা উৎসবের’ ছুটিতে দেশের রেলপথ, সড়কপথ, জাহাজ ও বিমানসহ বিভিন্ন পরিবহন মাধ্যমে যাত্রীর পরিমাণ ১২ কোটি ৪০ লাখ পার্সনটাইম ছাড়িয়েছে; যা গত বছরের একই সময়ের তুলনায় ৫২ দশমিক ৫ শতাংশেরও বেশি।
জানা গেছে, রেলপথে যাত্রীর পরিমাণ তিন কোটি ১৬ লাখ ৭২ হাজারেরও বেশি, সড়কপথে যাত্রীসংখ্যা আট কোটি ৬৩ লাখ ৫০ হাজার ছাড়িয়ে যায়। চীনা নাগরিকরা এ ছুটিতে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়িয়েছেন এবং জন্মস্থানে ফিরে গেছেন। দেশের মহাসড়কে গাড়ির সংখ্যা ১০ কোটিরও বেশি হয়। সড়কপথে দৈনিক গাড়ির পরিমাণ সাড়ে তিন কোটি ছাড়িয়েছে। সূত্র: সিরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।