Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জনবল সঙ্কটে ব্যাহত কার্যক্রম

আনোয়ারা উপজেলা প্রকৌশল অধিদফতর

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ১২:০১ এএম

জনবল সঙ্কটের কারণে সার্ভেয়ার দিয়েই কাজের তদারকি চলছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রকৌশল অধিদফতর বিভাগে। ১৮টি গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছে মাত্র ৯ জন কর্মকর্তা। বাকি ৯টি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় অতিরিক্ত কাজের চাপে দিশেহারা হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা। এতে একদিকে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গুনগত মান বজায় রাখা অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অপর দিকে অসাধু ঠিকাদাররা এ সুযোগ কাজে লাগিয়ে যেনতেনভাবে কাজ শেষ করছে বলে অভিযোগ ওঠেছে।
জানা যায়, সরকারের জনবল কাঠামো অনুযায়ী আনোয়ারা উপজেলা প্রকৌশল অধিদফতরে ১৮টি পদ রয়েছে। উপজেলায় সরকারের গ্রামীণ জনপদসহ নানা প্রকল্পের উন্নয়নমূলক কার্যক্রম এ অধিদফতর থেকেই মনিটরিং ও তদারকি করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে আইআরআইডিপি-৩, ভিআরআরবি, ইউটিএমআইডিপি, আরসিআইপি, এনএনজিপিএস, জিপিএস, পিইডিপি-৪সহ গ্রামীণ সড়ক ও বিভিন্ন উন্নয় মূলক প্রকল্প। কিন্তু দীর্ঘ দিন ধরে উপজেলা সহকারী প্রকৌশলী পদে ১, উপ-সহকারী প্রকৌশলী পদে ২, নকশাকার (উপ-সহকারী প্রকৌশলী) ১, কার্য- সহকারী ২,অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর ১, হিসাব সহকারী ১ ও নৈশ প্রহরী ১টিসহ ৯টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে।
এ কারণে অতিরিক্ত কাজের চাপে দিশেহারা হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি জনবল সঙ্কট থাকায় প্রকৌশল দফতরের নানামুখী সেবা হতে বঞ্চিত হচ্ছে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। উপজেলা জুড়ে বর্তমানে প্রায় শতাধিক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। চলমান এসব প্রকল্প উপজেলা প্রকৌশলী ও একজন সার্ভেয়ারকে তদারকি করতে হচ্ছে। তাই জনবল সঙ্কটের কারণে চলমান প্রল্পের গুনগত মান পুরোপুরি নিশ্চিত করা যাচ্ছে না বলে জানা গেছে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ঠিকাদাররা যেনতেনভাবে কাজ শেষ করছে বলে অভিযোগ ওঠেছে।
উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান জানান, আনোয়ারায় জনবল সঙ্কট দীর্ঘদিনের। এ কারণে উন্নয় কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কর্মরতদের রাতেও কাজ করতে হয়। স্বল্প সংখ্যক কর্মকর্তা দিয়ে দিন-রাত পরিশ্রমে চলছে উন্নয়ন কার্যক্রমের তদারকি। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান, জনবল সঙ্কটের কারণে উপজেলার উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা প্রকৌশল অধিদফতর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ