Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৬ চেয়ারম্যান ৩১ সদস্য ভোটের আগেই নির্বাচিত

দক্ষিণাঞ্চলের ১৭৩ ইউপিতে নির্বাচন

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ১২:০২ এএম

দক্ষিণাঞ্চলের ৬ জেলার ১৭৩ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইতোমধ্যে ২৬টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সরকারি দলের প্রার্থীরা। একই সাথে ৩১ জন সদস্য প্রার্থীও ভোটের আগেই নির্বাচিত হয়েছেন। যার মধ্যে বরিশালেই ১৫ জন, ভোলায় ৬, বরগুনায় ৪, পটুয়াখালীতে ৩, ঝালকাঠিতে ২ ও পিরোজপুরে ১ জন রয়েছেন। আগামী ২১ জুন অনুষ্ঠেয় ১৭৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২৮ লাখ ৯৮ হাজার ৮৬৯ জন ভোটারের মধ্যে নারী ১৪ লাখ ৩০ হাজার ২৫ জন।

একইসাথে ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন ও ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও ৩টি ওয়ার্ডের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আষাঢ়ের শুরুতে ভরা বর্ষায় করোনা মহামারির তৃতীয় ঢেউ কড়া নাড়ছে। দক্ষিণাঞ্চলের মোট ১ হাজার ৬৩৩টি কেন্দ্রে এসব ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতির কথা জানিয়েছে। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার বরিশাল সফর করে সুষ্ঠু ভোট গ্রহণে কমিশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। নির্বাচনে করোনা সংক্রমণ বৃদ্ধি পায় না বলে দাবি করেন তিনি। সুষ্ঠু ভোট গ্রহণে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণে সরকারি কর্মকর্তাদের দিক নির্দেশনাও দিয়ে গেছেন।
বরিশালের গৌরনদী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৬টিতে এবং ভোলার চরফ্যাশনের ৫টি ইউনিয়ন পরিষদের সবগুলোতেই চেয়ারম্যান পদে সরকারি দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বরিশালের বাকেরগঞ্জের ১১টি ইউনিয়নের মধ্যে ১টি, বানারীপাড়ার ৭টির মধ্যে ৫টি, উজিরপুরের ৫টির মধ্যে ১টি ও মুলাদীর ৬টির মধ্যে ১টিতে চেয়ারম্যান পদে সরকারি দলের প্রার্থীরা ভোটের আগেই নির্বাচিত হয়েছেন।
এছাড়াও পটুয়াখালীর বাউফল উপজেলার দুটি, ঝালকাঠি সদর, নলছিটি ও রাজাপুরের ১টি করে ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোলার বোরহানউদ্দিনের ২টির মধ্যে একটি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সরকারি দলের প্রার্থী। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ১টিতে ভোটের আগেই নির্বাচিত হয়েছেন একজন।
দক্ষিণাঞ্চলে এবার যে ১৭৩ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে বরিশালের ১০টির মধ্যে ৯টি উপজেলার ৫০টিতে, পটুয়াখালীর ৭টির মধ্যে ৪টি উপজেলার ১৯টিতে, পিরোজপুরের ৭টি উপজেলার ৩২টিতে, ঝালকাঠির ৪টি উপজেলার ৩১টিতে, ভোলার ৭ উপজেলার ৪টির ১২টি ইউপিতে এবং বরগুনার ৫টি উপজেলার ২৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চেয়ারম্যান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ