পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ গত মঙ্গলবার ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পরিচালক খায়রুল আলম চৌধুরীকে নির্বাচিত করেছেন। ২০১৮ সালে ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পরিচালক হিসেবে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগদান করেন। ব্যারিস্টার চৌধুরী বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন অভিজ্ঞ আইনজীবী।
তিনি ২০০১ সালে ইউনিভার্সিটি অফ উলভার হ্যাম্পটন, ইউকে থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এরপর, চৌধুরী ২০০২ সালে সিটি ইউনিভার্সিটি, ইউকে থেকে স্নাতকোত্তর এবং তিনি ২০০২ সালে লন্ডনের লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল’ ডিগ্রী অর্জন করেন। ব্যারিস্টার চৌধুরী বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।