প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘তুফান’, ‘জার্সি’ এবং ‘আঁখ মিচোলি’ ফিল্মগুলোর অভিনেত্রী ম্রুনাল ঠাকুর বলেছেন দীর্ঘদিন অভিনয়ের জগতে টিকে থাকা যাবে এমন আশাতেই তিনি তার কাজগুলো বেছে নেন। তিনি জানান বরাবর তার সেরা পারফরমেন্স দেবার চেষ্টা করেন তিনি। তিনি এক সাক্ষাতকারে বলেন, ‘এই ভেবে আমি সন্তুষ্ট যে আমার ফিল্ম আরও বেশি দর্শকদের কাছে পৌঁছছে। কিছু ভক্ত আর চলচ্চিত্র নির্মাতা আমাকে পরামর্শ দিয়ে থাকে খ্যাতি লাভের উদ্দেশে আমি কিছু চলচ্চিত্রে যেন কাজ করি। তবে স্টার হব এমন লক্ষ্য রেখে আমি আমার ফিল্ম বাছাই করি না। আমি আরও দীর্ঘদিন টিকে থাকতে চাই। প্রতিভা আর ভাল পারফরমেন্সই কেবল টিকে থাকে আর কিছু নয়। তিনি আরও জানান মাধ্যম তার কাছে তেমন কোনও বিষয় নয়। ‘আমার ফিল্ম কোন উৎস থেকে আসছে তা কোনও বিবেচ্য বিষয় নয়, সেটির বিষয় ভাল হতে হবে। আমাকে যদি বলা হয় আমি ফিল্মটিতে কাজ করতে চাই কিনা, সেটাই বিবেচ্য। এই প্যানডেমিকের মধ্যে সক্রিয় থাকার জন্য আমি ওটিটির প্রতি কৃতজ্ঞ। একজন শিল্পী হিসেবে শুধু ওটিটির মাধ্যমেই এই সময় দর্শকদের কাছে যাওয়া যাচ্ছে,’ তিনি বলেন। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কিছুটা নিরাপত্তাহীনতায়ও ভুগছেন। “পরিস্থিতি নিয়ে কিছুটা নিরাপত্তাহীনতাও আছে। আমি হতাশ নই তবে প্রাপ্য স্বীকৃতি নিয়ে কিছু সংশয় আছে আমার। সব ধীর হয়ে গেছে আর বিনোদন শিল্প এতে প্রভাবিত হচ্ছে,” তিনি বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।