Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুবিতে স্নাতকোত্তরের ভর্তি ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কুবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ৭:০৪ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতকোত্তরের ভর্তি ফি কমানোর ও করোনাকালীন সময়ে আবাসিক হলের ফি মওকুফের দাবিতে মানববন্ধন করেছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্যের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয় খোলা থাকলে টিউশন বা পার্টটাইম কোন জব করে চলা যায়। এখন সে পথও বন্ধ। এদিকে স্নাতকোত্তরে ভর্তি হতে বড় অংকের টাকা প্রয়োজন। এই টাকা ম্যানেজ করা অনেকের পক্ষেই এখন অসম্ভব। মানবিক দিক বিবেচনা করে ভর্তি ফি কমানোর দাবি জানাচ্ছি। করোনাকালীন সময়ে হল বন্ধ কিন্তু সিট ভাড়া দিতে হচ্ছে আমাদের। সিট ভাড়া মওকুফের দাবি জানাচ্ছি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, মাস্টার্সের ভর্তি ফি হ্রাস এবং হলের ফি মওকুফের বিষয়ে উপাচার্য মহোদয়ের সাথে আলোচনা করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ