Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে করোনায় মৃত্যু ৩, আক্রান্ত ৯০

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ৩:৫০ পিএম

যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসাথে মারা গেছেন তিনজন। যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিন এই খবর নিশ্চিত করেছেন।

বর্তমানে যশোর হাসপাতালে রোগীর চাপ রয়েছে। এ অবস্থায় লকডাউন চললেও তা মানছে না সাধারণ মানুষ। তবে প্রশাসন বলছে লকডাউন কার্যকর করতে তাদের সকল বিভাগ একযোগে কাজ করছে।

স্বাস্থ্যবিভাগের তথ্য মতে, এপ্রিল ও মে মাসের তুলনায় চলতি মাসে যশোরে করোনা শনাক্তের হার অনেক বেশি। সেইসাথে মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘন্টায় ২৩০জনের নমুনা পরীক্ষা করে ৯০জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ শতাংশ। সোমবার মারা গেছেন তিনজন। এদের মধ্যে দুইজন করোনা রোগী এবং অপরজন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

সোমবার তিনজনসহ গত এক সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২জন। হাসপাতালের তত্ত¡াবধায়ক ড: মো. আখতারুজ্জামান জানিয়েছেন, হাসপাতালে করোনা রোগী ও উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ বেড়েছে। বর্তমানে করোনা ডেডিকেটেড ও আইসোলেশন ওয়ার্ডে ৯৯জন রোগী ভর্তি আছে। রোগী বাড়লেও তারা সেবা দিতে সক্ষম। যে তিনজন রোগী মারা গেছেন-এরা হলেন ঝিকরগাছার নাভারনের হাবিবুর রহমানের স্ত্রী আঞ্জুয়ারা বেগম(৫৫), ঝিকরগাছার মাটিপুকুরের সাত্তার হোসেনের পুত্র আলমগীর হোসেন(৩৬) ও শার্শার ধান্যখোলা গ্রামের ঈমান আলির পুত্র আতিয়ার রহমান(৭৫)।

এদিকে করোনার উর্ধ্বগতির কারণে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় লকডাউন চললেও তা মানছে না সাধারণ মানুষ। স্বাভাবিকদিনের মতই শহরের রয়েছে মানুষের চলাচল। তবে প্রশাসন বলছে লকডাউন কার্যকর করতে তাদের সকল বিভাগ একযোগে কাজ করছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ