Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেমা হলের গল্প নিয়ে ধারাবাহিক

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সিনেমা হলকে কেন্দ্র করে ধারাবাহিক নির্মাণ করছেন নাট্যনির্মাতা কচি খন্দকার। গত সোমবার থেকে এফডিসিতে ধারাবাহিকটির শূটিং শুরু হয়েছে। ধারাবাহিকটির নামও দেয়া হয়েছে সিনেমা হল। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সালহা খানম নাদিয়াসহ আরও অনেকে।কচি খন্দকার বলেন, ধারাবাহিকটির ১৩ পর্বের শুটিং শেষ করেছি। এর মূল ভূমিকায় অভিনয় করছেন মোশাররফ করিম। এ ছাড়া চলচ্চিত্রের বেশ কয়েকজন শিল্পীও এই নাটকে অভিনয় করবেন। তিনি বলেন, আমি এটিকে নাটক বলতে চাই না। আমার ভাষায় এটি একটি আন্দোলন। সিনেমা বাঁচানোর আন্দোলন। কারণ একসময় বাংলাদেশের মানুষের কাছে একমাত্র বিনোদনের মাধ্যম ছিল সিনেমা হল। এখন যেটি ১৩শ’ থেকে তিনশ’তে নেমেছে। আমরা মনে করি, সিনেমা হলগুলো বাঁচানো দরকার। কারণ চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, নিজেদের সংস্কৃতি তুলে ধরার মাধ্যম। এটি নৈতিক শিক্ষা কেন্দ্র। আমরা চলচ্চিত্র থেকে ভালোমন্দ শিখতাম। আর এখন বাসায় বসে সিডিতে ছবি দেখে ভিন দেশের কালচারের প্রতি আকৃষ্ট হচ্ছি। অ্যাকশন ছবি দেখে মারামারি শিখছি। এই ছবির গল্পটাই একটি সিনেমা হলকে কেন্দ্র করে। মানুষকে বিনোদন দেয়ার পাশাপাশি সিনেমা হল বাঁচানোর আন্দোলন করছি এই নাটক দিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা হলের গল্প নিয়ে ধারাবাহিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ