ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্লাম জিতলে নোভাক জোকোভিচ। ফরাসি ওপেনের ফাইনালে স্তেফানোস সিৎসিপাসকে হারালেন তিনি।
রোববার রোলাঁ গারোয় প্রথম দুটি সেটে কোণঠাসা হওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন করেন জোকোভিচ। ৫ বছর পর ফের ফরাসি ওপেন জয়ের নজির গড়েন।
জোকোভিচ প্যারিসের এই কোর্টে প্রথম শিরোপাটি জিতেছেন ২০১৬ সালে।
এদিন ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ গেমে জয় তুলে নেন সার্বিয়ান তারকা। আর ২টি গ্র্যান্ড স্লাম জিতলেই সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে রজার ফেদেরারকে টপকে যাবেন জোকোভিচ।
এদিন জয়ের ফলে তিনি স্পর্শ করলেন ৫২ বছর আগের এক রেকর্ড। রয় এমার্সন এবং রড লেভারের পর তিনিই হলেন বিশ্বের দ্বিতীয় খেলোয়াড়, যিনি প্রত্যেকটি গ্র্যান্ড স্লাম অন্তত দুবার করে জিতলেন।
এই রেকর্ড রজার ফেদেরার বা রাফায়েল নাদালেরও নেই। উন্মুক্ত যুগে তিনিই প্রথম ও একমাত্র টেনিস তারকা, যিনি চারটি মেজর ট্রফি দুবার করে জিতলেন।