Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আগামী প্রজন্মের জন্য নৈতিক সমাজ গড়তে হবে’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১২:০১ এএম

পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট ও মাইজভান্ডার দরবারের সাজ্জাদানশীন সৈয়্যদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, সাংবাদিকরা মজলুম মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তারা ভয়ভীতির উর্ধ্বে ওঠে মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। আগামী প্রজন্মের জন্য বলিষ্ঠ নৈতিকসমাজ গঠনের ক্ষেত্রে সাংবাদিকদের জোরালো ভ‚মিকা রাখার আহবান জানান তিনি। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা ও সহসভাপতি স ম ইব্রাহীম এবং আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়ার সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল। মাইজভান্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সূফী বার্তার নির্বাহী সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম মিয়াসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ