Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর সোনাইমুড়িতে চা দোকানীর আত্মহহত্যা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুন, ২০২১, ৪:৪৩ পিএম

সোনাইমুড়ীতে মোহাম্মদ মিলন (৪০)নামে এক চা দোকানী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সে সোনাইমুড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া গ্রামের ছিদ্দিক মিয়ার বাড়ির কাশেম মাস্টারের ছেলে এবং সোনাইমুড়ী বাজারের বড় মসজিদের সামনে চা দোকানি ছিল।

শনিবার দুপুর ১টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বসত ঘরের আাঁড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে সে সোনাইমুড়ী বাজারে নিজের দোকান থেকে বাড়িতে আসে। এরপর সে পরিবারের সদস্যদের অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরধরে সে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ দুপুর আড়াইটার দিকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ১২ জুন, ২০২১, ৫:০৮ পিএম says : 0
    বাবুরে তুই আবার কি দুঃখে মরে গেলি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহহত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ