Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে ২৪ ঘন্টায় ০৬ জন করোনা আক্রান্ত ও ৪ জনের মৃত্যু

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০২১, ১:০৯ পিএম | আপডেট : ১:০৯ পিএম, ১২ জুন, ২০২১

বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় ২১ জনের নমুনা পরীক্ষায় ০৬ জন করোনা সনাক্ত ও ৪ জনের মৃত্যু হয়েছে। সনাক্তের হার ২১ দশমিক ৫৭ শতাংশ।
এদিকে জেলার মোংলা পোর্ট পৌরসভায় কঠোরতর বিধিনিষেধ বাস্তবায়নে ৩য় দিনে প্রবেশদ্বারে চেক পোষ্ট এর পাশপাশি উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃংখলা বাহিনীর সমন্বয় সচেতনতার পাশাপাশি স্বস্থ্যবিধি মানতে মোবাইল কোর্ট পরিচালনা করছে। আগামী ১৬ জুন মধ্যরাত পর্যন্ত মোংলা পৌরসভায় অধিক কঠোরতর বিধিনিষেধ অব্যাহত থাকবে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা: কে এম হুমাউন কবীর বলেন, এপর্যন্ত জেলায় ৯ হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছে ২ হাজার ০৫২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৭ জনের। এখন সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন, বাকীরা হোমআইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। এসময়ের মদ্যে সুস্থ্য হয়েছেন ১৫১৫ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ