Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রিসের প্রথম খেলোয়াড় হিসেবে ফাইনালে সিৎসিপাস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২১, ১২:৩৬ এএম

ফরাসি ওপেনের ফাইনালে স্টেফানোস সিৎসিপাস। প্রথম গ্রিক খেলোয়াড় হিসেবে কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করলেন তিনি। ৬-৩, ৬-৩, ৪-৬, ৪-৬, ৬-৩ গেমে জার্মানির অ্যালেক্সান্ডার জেরেভকে হারিয়ে দিলেন সিৎসিপাস।

২২ বছরের এ গ্রিক তারকা অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ২ বার খেললেও ফাইনালে উঠতে পারেননি। ফরাসি ওপেনে সেই বাধা টপকালেন তিনি। প্রথম ২ সেটে জিতলেও জেরেভ ম্যাচে ফেরেন তৃতীয় এবং চতুর্থ সেটে। তবে শেষ সেটে ৫-২ ফল থাকার সময় লম্বা লড়াই চলে ২ টেনিস তারকার। সিৎসিপাসের একের পর এক ম্যাচ পয়েন্ট ভাঙতে থাকেন জেরেভ। ম্যাচে ১১টি এস মারেন জার্মান তারকা। তবুও শেষ রক্ষা হয়নি।

ফাইনালের সিৎসিপাসের মুখোমুখি হবেন রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচের ম্যাচের বিজয়ী। রোববার সেই ফাইনালের দিকে চোখ থাকবে টেনিস বিশ্বের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ