পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর পল্লবী থেকে ২৩ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল পল্লবীর আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মো. আবদুর রহিম ও মো. আবু তাহের।
এসময় তাদের তল্লাশি করলে সঙ্গে থাকা স্কুলব্যাগ ও শপিং ব্যাগের ভেতর থেকে ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যেগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। এসময় মাদক বিক্রির ৪ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি ফজলুল হক বলেন, তারা দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে এসে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতো। মাদক পরিবহনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে নানা কৌশলে বিভিন্ন রকম অভিনব পন্থা অবলম্বন করতো। সম্প্রতিকালে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও তল্লাশি বেড়ে যাওয়ায় দৃষ্টি এড়াতে মাদক পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন নিত্য নতুন কৌশল অবলম্বন করতো বলে জানায় র্যাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।