Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

টিকা নিলে মাস্ক পরতে হবে না!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২১, ১২:০১ এএম

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো মাস্ক পরা ও কোয়ারেন্টিন নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার তিনি জানান, যারা করোনার টিকা নিয়েছেন ও আগে করোনায় আক্রান্ত হয়েছেন- তাদের মাস্ক পরার প্রয়োজন নেই। এ নিয়ম চালুর প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী।
বলসোনারো আরও বলেন, যারা করোনায় সংক্রমিত হয়েছেন শুধু তাদের জন্যই কোয়ারেন্টিন প্রয়োজন। করোনার সংক্রমণ রোধে বলসোনারো বরাবরই লকডাউন ও সামাজিক দূরত্ব মেনে চলার বিরোধী।
সংক্রমিত দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান তৃতীয়। মৃত্যুর হিসেবে দুই নম্বরে রয়েছে দেশটি। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৭২ লাখ ১৫ হাজার মানুষ। করোনায় মৃত্যু হয়েছে চার লাখ ৮২ হাজার ১৩৫ জনের। সূত্র: বিবিসি নিউজ, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ