Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁ জেলায় গত চব্বিশ ঘন্টায় ৬৪ জন করোনায় আক্রান্ত

আক্রান্তের হার ২১দশমিক ৮৮ শতাংশ

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুন, ২০২১, ৬:৪৬ পিএম

নওগাঁ জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪ জন। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত এই চব্বিশ ঘন্টায় মোট ৩৪২ ব্যক্তির নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। আক্রান্তের হার ২১ দশমিক ৮৮ শতাংশ। নমুনা পরীক্ষার ক্ষেত্রে ১৮৩ জনের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এবং বাকী ১৫৯ জনের নওগাঁ জেলা সদর হাসপাতালে এ্যন্টিজেন পরীক্ষা করা হয়েছে।

জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা হলো ২৭৫০। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, রানীনগর উপজেলায় ৫ জন, আত্রাই উপজেলায় ১ জন, মহাদেবপুর উপজেলায় ১৪ জন, মান্দা উপজেলায় ৩ জন, বদলগাছি উপজেলায় ৩ জন, পত্নীতলা উপজেলায় ৭ জন, ধামইরহাট উপজেলায় ৩ জন, নিয়ামতপুর উপজেলায় ১৬ জন এবং সাপাহার উপজেলায় ৬ জন ।
এই চব্বিশ ঘন্টায় নতুন করে সুস্থ্য হয়েছেন ৩৫ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ২১০৮ জন। জেলায় চলতি মাসেই ৯ জন করোনায় মৃত্যু বরণ করেন। আর জেলায় মোট ৪৯ জন মারা যান।

উল্লেখ্য নওগাঁ পৌর সভা ও নিয়ামতপুর উপজেলায় বিশেষ লকডাউন শিথিল করে নওগাঁ জেলা জুড়ে বৃহস্পতিবার থেকে ১৫টি বিধি নিষেধ আরোপ করা হয়েছে। তবে এই বিধি নিষেধ ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। অধিকাংশ বিক্রেতা-ক্রেতা, যানবাহনের কেউ স্বাস্থ্য বিধি মানছেন না। স্বাস্থ্য বিধি কার্যকর করতে প্রশাসনের কর্মকর্তাদের মাঠে দেখা যায়নি । ফলে দিন দিন শনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নওগাঁ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ