Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যোগীরাজ্যে কর্ণি সেনা নেতা গ্রেফতার

মুসলিমবিদ্বেষী বক্তৃতা ভাইরাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২১, ১২:০২ এএম

টুইটারে মুসলিম মহিলাদের নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করে একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে যোগীরাজ্য খ্যাত উত্তর প্রদেশের পুলিশ কর্ণি সেনা নেতা ঠাকুর শেখর চৌহানকে গ্রেফতার করেছে।

মাসুরি থানার এসএইচও জানিয়েছেন, চৌহানের বিরুদ্ধে ১৫৩-এ, ৫০৪, ৫০৫-এর অধীনে মামলা করা হয়েছে। চৌহানকে বুধবার গ্রেফতার করে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় রাতে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভিডিওতে চৌহান বলছেন, ‘করণি সেনার প্রধান সুরজ পাল আমু আমাদের এখানে (দাসনা দেবী মন্দির) প্রেরণ করেছেন যার কারণে আমরা এখানে এসেছি এবং সে অনুযায়ী চলে যাব। যদি কেউ হিন্দু স¤প্রদায় বা আমাদের গুরুজি থেকে এমনকি একটি স্ক্র্যাচও পায় তবে আমরা অনাগত বাচ্চাদের মহিলাদের (মুসলিম) গর্ভ থেকে বের করে আনব এবং তাদের হত্যা করব’।

ঘন্টাখানেক পর পুলিশ ভিডিওটি নথিভুক্ত করে এবং বুধবার দিনশেষে তারা বলেছিল, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটি ভিডিওতে একজন যুবকের আপত্তিকর মন্তব্য সম্পর্কে জানতে পেরেছি। এ ঘটনার সাথে থান মসুরিতে বিধি মোতাবেক একটি মামলা দায়ের করা হয়। বুধবার অভিযুক্ত ব্যক্তি শেখর চৌহানকে সনাক্ত করে গ্রেফতার করা হয় এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে’।

কর্ণি সেনা ও চৌহানও বারবার খবরে আসা হিন্দুত্ববাদী নেতা ইয়তি নরসিংহানন্দ সরস্বতীর সমর্থক। তিনি দিল্লির একটি সাঁই বাবার মূর্তি ভাংচুর করায় এক ব্যক্তিকে অভিনন্দন জানান, নবী মুহাম্মদ (স.)-এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এবং তার শিষ্যরা দাসনা দেবী মন্দিরে পানি পান করতে প্রবেশ করায় একটি মুসলিম বালককে মারধর করেছিলেন। সূত্র : দ্য কুইন্ট, ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

Show all comments
  • Ahsanul Azim Anas ১১ জুন, ২০২১, ৮:৫৫ এএম says : 0
    এই কলাঙ্গারকে ধরে প্রকাশ্যে ফাঁসি দেয়া উচিত।
    Total Reply(0) Reply
  • মোঃ নাজমুল ইসলাম ১১ জুন, ২০২১, ৮:৫৬ এএম says : 0
    যত সব অন্যায় অপকর্মম ঘটে এই যোগি রাজ্যে। হিন্দুত্ববাদ কায়েশ হলে যে পৃথিবী বর্ববরতায় ভরে যাবে তার এটি প্রমাণ।
    Total Reply(0) Reply
  • নুর নাহার আক্তার নিহার ১১ জুন, ২০২১, ৮:৫৭ এএম says : 0
    কিন্তু তাকে কোনো শাস্তি দেয়া হবে বলে মনে হয় না।
    Total Reply(0) Reply
  • বদরুল সজিব ১১ জুন, ২০২১, ৮:৫৮ এএম says : 0
    ভারত মানেই মুসলিম বিদ্বেষের কারখানা। মহান আল্লাহ এদের হেদায়েত দান করুক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ