Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ড্রেক অ্যান্ড জশ’খ্যাত ড্রেক বেলের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২১, ১২:০৪ এএম

নিকেলোডিয়নের সিরিজ ‘ড্রেক অ্যান্ড জশ’-এর অভিনেতা ড্রেক বেলের (৩৪) বিরুদ্ধে এক কিশোরীকে নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়েছে। ২০১৭ সালে ওহায়োতে গায়ক-অভিনেতার এক কনসার্টে সেসময় ১৫ বছর বয়সী সেই কিশোরীর সঙ্গে বেলের পরিচয় হয়। ক্লিভল্যান্ডের একটি আদালতে সেই কিশোরীকে নির্যাতন এবং অসদাসচরণের জন্য জেরেড ‘ড্রেক’ বেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বেল নিজেকে নির্দোষ দাবি করেন। বেলের কৌঁসুলি জানিয়েছেন সব আদালতেই প্রকাশ করা হবে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সমঝোতার একটি আবেদন করা হয়েছে তবে তার আগে ২৩ জুন বেলকে আদালতে হাজির হতে হবে। সরকারি কৌঁসুলি জানিয়েছে ২০১৮’র অক্টোবরে কিশোরী কানাডীয় পুলিশে বেলের বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করে। কানাডার পুলিশ ক্লিভল্যান্ড পুলিশকে জানালে তারা বিষয়টি তদন্ত শুরু করে। তদন্তের পরিশেষে জানান হয় বেল তার কর্তব্য পালন করেননি তাতে কথিত কিশোরীর (শিশু) নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। এতে আর বিশদ কিছু বলা হয়নি। জানা যায় কনসার্টের কয়েক বছর আগে থেকে সামাজিক মাধ্যমে কিশোরীটির সঙ্গে বেলের যোগাযোগ হয় এবং তিনি ক্ষতিকর তথ্য ও বিষয় পাঠান তাকে। ২০০৪ সালে কিশোর গায়ক হিসেবে ‘দি অ্যামেন্ডা শো’ দি বেলের শোবিজ যাত্রা শুরু হয়। পরে জশ বেকের সঙ্গে ‘ড্রেক অ্যান্ড জশ’ দিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন যার শেষ পর্ব ২০০৭-এর সেপ্টেম্বরে প্রচারিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ