মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ছোটবেলায় অনেকেই ভূতের গল্প শুনেছেন। ভূতে ঘাড় মটকে দিয়েছে এমন গল্পের বই অনেক ছিল। অর্থাৎ শরীর সামনের দিকে থাকলেও মাথা একেবারে পিছনের দিকে ১৮০ ডিগ্রি ঘোরানো। যদি ভেবে থাকেন, এরকম ঘটনা ঘটতে পারে না। তাহলে সেই ধারণা ভুল।
বাস্তবতা হচ্ছে পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে, যার ব্যাখা দেওয়া কঠিন। সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেই খবরও প্রকাশ্যেই চলে আসে। কিছু কিছু ক্ষেত্রে সেই খবর ভাইরাল হতেও সময় নেয় না।
সম্প্রতি সামনে এসেছে তেমনই একটি ঘটনা। যেখানে এক যুবক নিজের মাথা একেবারে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে ফেললেন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ইতোমধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো ভাইরাল হয়েছে।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক টিকটক ইউজার এই কাণ্ড ঘটিয়েছেন। নিজের টিকটক প্রোফাইলে তিনি যে ভিডিওটি শেয়ার করেছিলেন, তাতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ওই যুবক হাত দিয়ে নিজেই নিজের মাথা ঘুরিয়ে দিচ্ছেন।
সাধারণত মানুষ ডান-বাম দিকে ঘাড় ৯০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারলেও ওই যুবক নিজের ঘাড়টি পুরো ১৮০ ডিগ্রি ঘুরিয়ে ফেলছেন। অর্থাৎ একেবারে ভূতের ঘাড় মটকে দেওয়ার মতো ব্যাপার। ইতোমধ্যে ভিডিওর ইউটিউব লিংকটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
নেটিজেনদের অনেকেই কিন্তু ভিডিওটি দেখে অবাক। কেউ লিখেছেন, ‘কীভাবে এমন কাজ করছেন ওই যুবক?’ আরেকজন লিখেছেন, ‘কীভাবে ওই যুবক নিজের এই গুণ আবিষ্কার করল?’ এই প্রসঙ্গে এক বিশেষজ্ঞ চিকিৎসক জানান, ‘গোটা বিশ্বে খুব কম মানুষেরই এই গুণ রয়েছে। হাইপারমোবাইল জয়েন্টস বা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের জন্য অনেকেই এই কাজটি করতে পারে।’ সূত্র : নিউজউইক ডটকম, ইন্ডিয়া টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।