Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাদাখে নদী পাড়ি দিয়ে প্রশংসায় ভাসছেন তারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ১২:০২ এএম

করোনা সঙ্কটের শুরুতেই জীবন বাজি রেখে সহায়তা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এই সঙ্কটকালীন মুহূর্তে কোভিড রোগীদের সুস্থ করার লড়াইয়ে প্রাণ হারিয়েছেন অনেক সম্মুখসারির যোদ্ধা। তাহলে এতে কী থেমে যাবেন তারা? না। লাদাখের প্রবল স্রোত উপেক্ষা করে খননকাজে ব্যবহৃত যন্ত্র (আর্থ মুভার) দিয়ে নদী পার হন একদল চিকিৎসক। ভাইরাল হওয়া ছবিতে প্রশংসায় ভাসছেন তারা। অতিমারির মধ্যে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে প্রত্যন্ত অঞ্চলে ছুটে চলছেন ভারতের এই চার চিকিৎসক। চিকিৎসা সেবা দিতে পাড়ি দিচ্ছেন গ্রামের পর গ্রাম। তবে লাদাখের নদীতে তীব্র স্রোতে আটকে যান তারা। এক পর্যায়ে আর্থ মুভার যন্ত্রের সাহায্যে তারা নদী পার হতে সক্ষম হন। এই চিত্র ছড়িয়ে পড়েছে সর্বত্র। টুইট করেছেন লাদাখের সংসদ সদস্য জামাং সেরিং নামগাল। চার স্বাস্থ্যকর্মী আর্থ মুভার যন্ত্রের সামনে বসে নদী পার হচ্ছেন। তাদের দুই জন পিপিই পরা ছিলেন। এই বিজেপি নেতা চিকিৎসকদের স্যালুটে জানিয়ে এক টুইটে বলেন, ‘স্বাস্থ্যসেবা দিতে আমাদের কর্মীরা লাদাখের নদী পার হচ্ছেন। আপনারা বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং কোভিড যোদ্ধাদের সহায়তা করুন।’ লাদাখের পাহাড়ি দুর্গম এলাকার এমন চিত্র প্রমাণ করে চিকিৎসা সহায়তা দিতে স্বাস্থ্যকর্মীরা কী রকম সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। ছবিটি শেয়ার করার কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় আট হাজার লাইক পড়ে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ