মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শাহিদ। ১৯৩ সদস্যের এই সভার নির্বাচনে জিততে গেলে অন্তত ৯৭টি ভোট প্রয়োজন। আবদুল্লাহ পেয়েছেন ১৪৩টি। প্রেসিডেন্ট পদের জন্য প্রতি বছর এক বার করে ভোট হয়। যার মেয়াদ এক বছর। সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এ বছরের অধিবেশন। যার সম্পূর্ণ দায়িত্বে থাকবেন আবদুল্লাহ। ভারত অবশ্য প্রথম থেকেই আবদুল্লাহকে সমর্থন জানিয়েছে। গত বছর নভেম্বরে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার মালদ্বীপ সফরের সময়ে জাতিসংঘের সাধারণ সভার প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আবদুল্লাহর নাম প্রথম প্রকাশ্যে আসে। শ্রিংলা সেই ঘোষণাকে স্বাগত জানান। এ বছর ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মালদ্বীপ সফরে গিয়ে আবদুল্লাহর পাশে দাঁড়ানোর কথাই বলেন। শুরু থেকে তার পাশে থাকার জন্যে ভারতকে ধন্যবাদ জানিয়েছেন আবদুল্লাহ। হিন্দুস্থান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।