Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কসাই ম্লাদিচের আজীবন কারাবাসের আদেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ১২:০২ এএম

জাতিসংঘের যুদ্ধাপরাধের বিচারকরা বসনিয়ার কসাই খ্যাত সাবেক সার্ব সামরিক প্রধান রাটকো ম্লাদিচের বিরুদ্ধে গণহত্যার দণ্ড বহাল রেখে আজীবন কারাবাসের আদেশ দিয়েছেন। বুধবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছেন। এরমধ্য দিয়ে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বেশি নৃশংসতায় বসনিয়ার সাবেক এই সামরিক প্রধানের জঘন্য ভূমিকা সম্পর্কে নিশ্চিত হওয়া গেল। ৭৮ বছর বয়সি রাটকো মøাদিচ বসনিয়ার সার্ব বাহিনীর হয়ে যুদ্ধে (১৯৯২-৯৫) নামেন। ২০১৭ সালে তিনি গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধসহ বেসামরিক জনগণের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে দণ্ডপ্রাপ্ত হন। বসনিয়ার রাজধানী সারায়েভোতে ৪৩ মাসব্যাপী চলা অবরোধের সময় প্রায় ৮ হাজার মুসলমান হত্যা করেন তিনি। এদিকে রায়ের পর ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর সার্জ ব্রাম্মেরটেয বলেন, ইতিহাসের সবচেয়ে কুখ্যাত ও বর্বর ব্যক্তির তালিকায় রাটকো মøাদিচের নাম অন্তর্ভুক্ত করা উচিত। জেনারেল রাটকো মøাদিচ আদালত কক্ষে হাজির হন একটি কালো রঙের স্যুট পরে। জার্মানির হেগে রায় ঘোষণার সময় তিনি মেঝের দিকে তাকিয়ে বিচারকের কথা শুনছিলেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ