মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জেরুজালেমের একটি হাসপাতালের পার্কিংলটে বেশ কয়েকটি গাড়ি পার্ক করা ছিল। হঠাৎ সেখানে তৈরি হলো এক বিশাল গর্ত। গর্তে তলিয়ে গেল কয়েকটি গাড়ি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, জেরুজালেমের শারি জাদেক মেডিকেল সেন্টারে স্থানীয় সময় সোমবার বিকেলে ওই ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানে অন্তত ৫০টি গাড়ি পার্ক করা ছিল। সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া ওই ঘটনার ভিডিওতে দেখা গেছে, কমপক্ষে তিনটি গাড়ি বিশাল গর্তটিতে তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া গাড়িগুলোতে কোনো ব্যক্তি আটকা পড়েছেন কী না জানার জন্য বিশেষ উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে তৎপরতা শুরু করে। তবে ওই ঘটনার সময় গাড়িতে কেউ ছিল না বলে জানা গেছে। সেখানে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। হাসপাতালের পাশেই এক মহাসড়কে টানেল নির্মাণের কাজ চলছে। টানেলটি হাসপাতাল ও পার্কিংলটের নিচ দিয়ে তৈরি হচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।