Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খল চরিত্র থেকে ভাল কাজ করার অনুপ্রেরণা পান আমির রফিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ১২:০২ এএম

অভিনেতা আমির রফিককে সর্বশেষ দেখা গেছে অনুষ্কা সেন অভিনীত ২০১৯ সালের টিভি সিরিজ ‘ঝাঁসি কি রানি’তে। কালার্স টিভির ইতিহাসভিত্তিক ড্রামা সিরিজটিতে তিনি খল ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরু থেকেই আমি খল ভূমিকায় অভিনয় করে যাচ্ছি। আমি এতে খুশি কারণ আমি অবলীলায় এটি করতে পারি আর আমার জন্য অনায়াসসাধ্য হয়ে গেছে। ভাল মানুষের চরিত্র থেকে খল চরিত্র খুব সহজে দৃষ্টি আকর্ষণ করতে পারে।’ তিনি আরও বলেন, খল চরিত্র করা আমার আয়ত্তে এসে গেছে, আমি এ ধরনের ভূমিকায় টাইপকাস্ট হয়েও সন্তুষ্ট। এছাড়া অভিনেতা হিসেবে খল চরিত্র আমার জন্য একটি চ্যালেঞ্জও। ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘কেজিএফ’ এবং আরও অনেক ফিল্মে ভিলেনরাই আকর্ষণীয়। তাই আমি বিশ্বাস করি, নায়কদের থেকে ভিলেনরাই বেশি নজর কাড়ে। এ ধরণের চরিত্র আমাকে সমাজে ভাল কাজ করতে অনুপ্রেরণা যোগায়। কোভিড-১৯ মহামারীর প্রভাব সম্পর্কে তিনি বলেন, ‘গত বছর থেকে শিল্পীরা একমাস কী দুইমাস অভিনয় করতে পেরেছে। সবার জন্যই আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। অবস্থার কিছুটা উন্নতি হওয়াতে কাজ শুরু হচ্ছে। আমিও কিছু টিভি শোতে কাজ করব, তবে এখুনি তা বলা যাচ্ছে না।’ আমির রফিক ‘ঝাঁসি কি রানি’তে এক ইংরেজ সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ