মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে চীন। করোনা ভাইরাসের উৎপত্তির বিষয়ে অবহেলা এবং বিশ্বজুড়ে তা ছড়িয়ে দেয়ার জন্য অব্যাহতভাবে চীনকে দায়ী করে যাচ্ছেন ট্রাম্প। সর্বশেষ তিনি এই ভাইরাসের কারণে লাখ লাখ মানুষের মৃত্যু এবং এর ফলে যে ক্ষতি হয়েছে তার জন্য চীনের কাছে যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু তার এ দাবিকে প্রত্যাখ্যান করে চীন বলেছে, জবাবদিহিতা হলো ওইসব রাজনীতিকের, যারা জনগণের জীবন ও স্বাস্থ্যের প্রতি অবহেলা করেছেন। এর মধ্য দিয়ে পাল্টা ট্রাম্পকে খোঁচা দিয়েছে চীন। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। উল্লেখ্য, শনিবার নর্থ ক্যারোলাইনাতে রিপাবলিকান দলের এক কনভেনশনে ট্রাম্প ওই দাবি তোলেন। তিনি বলেন, ওই পরিমাণ ক্ষতিপূরণ দেয়া উচিত চীনের। তিনি শুরু থেকেই কোভিড-১৯কে ‘চায়না ভাইরাস’ এবং ‘উহান ভাইরাস’ হিসেবে আখ্যায়িত করে এসেছেন। ট্রাম্প বলেছেন, বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের কাছে চীনের ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়া উচিত। তিনি যখন ক্ষমতায় ছিলেন, তখন চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে এই ভাইরাসের বিস্তার হয়েছে বলে অভিযোগ করেন এবং এর বিরুদ্ধে তদন্ত আহ্বান করেন। এমনকি বেইজিংয়ের পক্ষ অবলম্বন করছে এমন অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তিনি যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সংবাদ সম্মেলনে বলেছেন, ট্রাম্পের ক্ষমতার মেয়াদে করোনা ভাইরাসে কমপক্ষে ২ কোটি ৪০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন কমপক্ষে ৪ লাখ ১০ হাজার মানুষ। ওয়াং ওয়েনবিন বলেন, প্রকৃত ঘটনাকে বার বার এড়িয়ে গেছেন ট্রাম্প। তিনি নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করেছেন। একই সঙ্গে জনগণের দৃষ্টিভঙ্গি ভিন্ন খাতে ঘুরিয়ে দেয়ার চেষ্টা করেছেন। আমরা বিশ্বাস করি, এর জন্য কার জবাবদিহিতা করা উচিত এ বিষয়ে মার্কিন জনগণের সুষ্ঠু নীতিবোধ আছে। এর জন্য ওইসব কপট রাজনীতিক দায়ী, যারা জনগণের জীবন ও স্বাস্থ্যকে অবজ্ঞা করেছেন। তাদের জবাবদিহি করা উচিত। পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।