Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অবৈধভাবে আসলে ফেরত পাঠাবে’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২১, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে দেশটিতে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে গুয়েতেমালায় গিয়ে এই আহ্বান চানান তিনি। ৭ জুন সোমবার গুয়েতেমালার প্রেসিডেন্টের আলেজান্দ্রো গিয়াম্মাত্তেই-এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন কমলা হ্যারিস। সেখানে তিনি বলেন, গুয়েতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের জনগণকে যুক্তরাষ্ট্রমুখী হওয়া থেকে বিরত রাখা খুবই জরুরি। সীমান্ত সুরক্ষিত রাখতে আইন প্রয়োগ করা হবে। অবৈধভাবে প্রবেশের চেষ্টাকারীদের সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়া হবে। সুতরাং এভাবে আসবেন না। দারিদ্র্য ও বেকারত্বের কারণে দীর্ঘদিন ধরেই মধ্য আমেরিকার দেশগুলোর বিপুল সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসন গ্রহণে মরিয়া। দেশটির দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসীদের এই স্রোত নিয়ন্ত্রণে কমলা হ্যারিসকে দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই তার এই সফর। সফরে কমলা হ্যারিস বলেন, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা বিপজ্জনক। এতে করে মূলত পাচারকারীরাই লাভবান হয়। জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর থেকে বাইডেন প্রশাসন অবৈধ অভিবাসীদের নিয়ে চাপে রয়েছে। মধ্য আমেরিকার কয়েকটি দেশ থেকে অভিবাসীরা দারিদ্র ও দুর্নীতি থেকে বাঁচতে আমেরিকার দিকে ছুটছে। এছাড়া দেশটির মানব ও মাদকপাচার এবং দুর্নীতি রোধে কাজ করার ঘোষণাও দিয়েছেন হ্যারিস। তিনি বলেন, ‘মাদক ও মানবপাচার রোধে টাস্কফোর্স তৈরিতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে। একইভাবে দুর্নীতি রোধে কাজ করতেও আমরা সম্মত হয়েছি। যুক্তরাষ্ট্র গুয়েতেমালার প্রসিকিউটরদের প্রশিক্ষণ দেবে যাতে করে একটি স্বাধীন বিচার ব্যবস্থা দেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে পারে।’ গুয়েতেমালা থেকে মেক্সিকো সফরে যাওয়ার কথা রয়েছে কমলার। যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সীমান্ত থাকা দেশটির অভিবাসী ও সেখান থেকে পাচার হয়ে আসা মাদক নিয়ে চাপে রয়েছে যুক্তরাষ্ট্র। আল-জাজিরা, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ