Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা তাড়াতে ড্যান্সিং ডেভিলস’র অভিযান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২১, ১২:০২ এএম

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় প্রতি বছর কর্পাস ক্রিস্টি উদযাপন করা হয়। অর্থোডক্স খ্রিস্টানদের এই উৎসবে এবার সবচেয়ে বড় আকর্ষণ ছিল করোনাভাইরাসের বিরুদ্ধে ড্যান্সিং ডেভিলস-এর ‘অভিযান’। ড্যান্সিং ডেভিলস আসলে একটা নাচের দল। প্রতি বছর কর্পাস ক্রিস্টির দিনে তারা ভেনেজুয়েলার শহরে শহরে নাচ দেখায়। এদিন ড্যান্সিং ডেভিলসের সদস্যরা কল্পিত শয়তান এবং বিভিন্ন প্রাণী সেজে নাচ দেখান। অর্থোডক্স খ্রিস্টানদের কাছে কর্পাস ক্রিস্টি যেহেতু পবিত্র একটি দিন। তাই পৃথিবী থেকে করোনাভাইরাস মহামারি বিদায়ের জন্য বিশেষ প্রার্থনাও করা হয়। রাজধানী কারাকাস থেকে প্রায় ৫২ কিলোমিটার দূরের শহর নাইগুয়াতাতে দৈত্য, ঘোড়া, কুকুর ও বেড়ালসহ অদ্ভুত সাজে অংশ নেন সব বয়সী মানুষ। আর তাদের কোমরে বাঁধা ছিল ঘণ্টা। গত ৩ জুন ভেনেজুয়েলায় কর্পাস ক্রিস্টি পালন করা হয়। এদিন ড্যান্সিং ডেভিলস দলের নারী সদস্যদেরও করোনাবিরোধী নাচের পোশাক পরে নাচতে দেখা গেছে। এছাড়াও এক খুদে শিশুকে নাচ শুরুর আগে বিশেষ ধরনের আইসক্রিম খেয়ে নিতে দেখা যায়। আইসক্রিমটি ভেনেজুয়েলায় ‘টেটা’ নামে পরিচিত। ২০১২ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ড্যান্সিং ডেভিলসকে মানবতার অখণ্ড সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ