মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আল আকসা মসজিদে আবারও ঢুকে পড়েছে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীরা। দখলদার বাহিনীর নিরাপত্তায় ১০৬ জন ইসরাইলি বসতি স্থাপনকারী পবিত্র আল আকসা মসজিদে ঢুকে পড়ে। খবর কুদস নিউজ নেটওয়ার্কের। দুই দফায় তারা আল আকসা মসজিদে ঢুকে পড়ে। প্রথমবার সকালের দিকে ৭২ জন এবং পরে বিকেলের দিকে ৩৪ জন বসতি স্থাপনকারী মসজিদে ঢুকে পড়ে। বসতি স্থাপনকারীরা মসজিদের আল-মুঘরাবি গেট দিয়ে প্রবেশ করে। এসময় মসজিদের ভেতর থাকা ফিলিস্তিনি ইবাদতকারীদের উস্কানি দেয় তারা। ওই বসতি স্থাপনকারীরা মসজিদ প্রাঙ্গণে তালমুদিক প্রার্থনা করে। পরে আল-সিলসিলা গেট দিয়ে বেরিয়ে যায় তারা। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আল-মুঘরাবি গেটে তারা ‘হাল্লেল গেট’ সাইন লাগিয়ে দেয়। অধিকৃত পশ্চিম তীরে হেবরনে ২০০৬ সালে নিহত ইসরাইলি বসতি স্থাপনকারী নারী হাল্লেল অ্যারিয়েলের স্মরণে তারা এটা করেছে। কুদস নিউজ নেটওয়ার্কস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।