Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

‘চোখ’ থাকবে কপালে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ১২:০১ এএম

কিছু লোক আছেন, যাদের চোখ সারাক্ষণই স্মার্টফোনের পর্দায় আটকে থাকে। বাড়ি থেকে অফিস, গণপরিবহন থেকে ফুটপাত—সবখানেই স্মার্টফোনে চোখ আটকে রাখতে পছন্দ করেন তারা। এ জন্য দুর্ঘটনাও কম হয় না। সমস্যাটির সমাধানে এগিয়ে এসেছেন দক্ষিণ কোরিয়ার একজন শিল্পনকশাবিদ। তিনি এমন একটি যন্ত্রের নকশা করেছেন, যেটি দেখতে অবিকল মানুষের চোখের মতো। এটিকে ‘তৃতীয় চোখ’ বলা হচ্ছে। যন্ত্রটি স্মার্টফোন ব্যবহারকারীদের সম্ভাব্য দুর্ঘটনা থেকে রক্ষা করবে।
সিউলভিত্তিক শিল্পনকশাবিদ পায়েং মিন–ওক রোবটিক একটি চোখের নকশা করেছেন। যারা চলার পথে হাঁটতে হাঁটতে স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করেন, এ চোখ তাদের জন্য। দুটি চোখ স্মার্টফোনের পর্দায় আটকে থাকলেও তৃতীয় এ চোখ বিপদ থেকে বাঁচাবে তাকে। হাঁটার সময় রোবটিক এ চোখ স্মার্টফোন ব্যবহারকারীর কপালে আটকানো থাকবে। চলার পথে ব্যবহারকারীর সামনে এক কিংবা দুই মিটারের মধ্যে কোনো প্রতিবন্ধকতা এলে এ রোবটিক চোখ স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠাবে। শব্দ করবে। এ শব্দ শুনে সতর্ক হতে পারবেন স্মার্টফোন ব্যবহারকারী। ফলে সম্ভাব্য দুর্ঘটনা থেকে তৃতীয় চোখের কল্যাণে রক্ষা পাবেন তিনি।
যুক্তরাজ্যের রয়েল কলেজ অব আর্ট ও ইম্পেরিয়াল কলেজ লন্ডনে পড়াশোনা করেছেন পায়েং মিন-ওক। বিষয় ছিল ইনোভেশন ডিজাইন ইঞ্জিনিয়ারিং। পায়েং বলেন, ‘আমরা যদি আমাদের দুই চোখ স্মার্টফোনের পর্দা থেকে সরিয়ে আনতে না পারি, তাহলে আগামী দিনগুলোয় চলার পথে আমাদের অতিরিক্ত একটি চোখের দরকার পড়বে।’ মূলত এ ভাবনা থেকেই তিনি ডিভাইসটি তৈরি করেছেন। ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের আশপাশের এলাকায় চলার পথে এ ডিভাইস ব্যবহার করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ