পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুলসুমা আক্তার কুলসুমের হয়ে সাজা ভোগ করছেন মিনু আরা। চট্টগ্রামের আলোচিত এই ঘটনায় মিনু আরাকে কারামুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ঘটনার ব্যাখ্যা প্রদানে পাবলিক প্রসিকিউটরসহ তিন আইনজীবীকে তলব করা হয়েছে। গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে প্রকৃত আসামি কুলসুমাকে। গতকাল সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এবং বিচারপতি মহি উদ্দিন শামীমের ডিভিশন বেঞ্চ এই তথ্য দেন। এ তথ্য জানিয়েছেন মিনুর পক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির। তিন আইনজীবী হলেন, চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এম.এ.নাসের,অ্যাডভোকেট নূরুল আনোয়ার এবং অ্যাডভোকেট বিবেকানন্দ চৌধুরী। এর আগে গত চলতি বছর মার্চে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুলসুমা আক্তার কুলসুম নামে এক নারীর বদলে সাজা ভোগ করা মিনুর নথি তলব করেন হাইকোর্ট । কারাগারের একটি বালাম বই ঘাটতে গিয়ে মিনুর সাজা খাটার বিষয়টি উঠে আসে। সেখানে দেখা যায় কুলসুমার পরিবর্তে যাবজ্জীবন সাজা খাটছেন মিনু নামে অন্য এক নারী। পরবর্তীতে বিষয়টি আদালতের নজরে আনা হলে এ মামলার প্রয়োজনীয় কাগজপত্র হাইকোর্টে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের বিচারিক আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নোমান চৌধুরী বলেন, আদালতে সংরক্ষিত ছবি সম্বলিত নথিপত্র দেখে কুলসুমা আক্তার আর মিনু এক নয় বলে নিশ্চিত হওয়া গেছে।
একটি হত্যা মামলায় যাবজ্জীবনসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দিয়েছিলেন কুলসুমা আক্তার কুলসুমকে। কিন্তু আদালতে আত্মসমর্পণ করে জেল খাটছেন মিনু নামে এক নারী। নামের মিল না থাকার পরও কুলসুম আক্তার কুলসুমার বদলে মিনু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন প্রায় তিন বছর ধরে। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন উল্লেখ করে বিষয়টি আদালতের দৃষ্টিতে আনেন অ্যাডভোকেট শিশির মনির। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।