Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশ হচ্ছে ডালিয়া দাস ও বিধান চন্দ্র পালের ৩ কবিতার অ্যালবাম

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আগামী ২৫ সেপ্টেম্বর, প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশের বাচিক শিল্পী ডালিয়া দাস ও শিল্পী বিধান চন্দ্র পালের তিনটি কবিতার অ্যালবাম। আলাদা আলাদা থিম নিয়ে কলকাতার ‘বাহার মিউজিক’ থেকে প্রকাশিত এই তিনটি অ্যালবামে এপার বাংলা এবং ওপার বাংলার কবিদের বাছাইকৃত কবিতাসমূহ স্থান পেয়েছে। সকাল ১১টায় চারুকলা ভবনের অবনীন্দ্র সভাগৃহে এই অ্যালবাম তিনটির মোড়ক উন্মোচন করবেন বিশিষ্ট কবি পঙ্কজ সাহা এবং দেবব্রত বিশ্বাস স্মরণ কমিটির সভাপতি তুষার তালুকদার। ‘তুমি চিরন্তন’ নামে প্রকাশিত অ্যালবামে শিল্পীদের একক ও দ্বৈত কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথনাথ বিশী, আবুল হাসান, সৈয়দ শামসুল হক, জয় গোস্বামী, শিবনারায়ণ রায়, নির্মলেন্দু গুণ, শঙ্খ ঘোষ, রফিক আজাদ, তসলিমা নাসরিনসহ বিভিন্ন কবিদের মোট ২২টি কবিতা স্থান পেয়েছে। ‘নিসর্গ আমার নিসর্গ’ নামে প্রকাশিত পরিবেশ বিষয়ক অপর একটি অ্যালবামে বিভিন্ন কবিতার মধ্য দিয়ে পরিবেশের সৌন্দর্য যেমন স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে, তেমনি পরিবেশ নিয়ে নানা ভয়াবহতার কথাও ব্যক্ত হয়েছে। অ্যালবামে জীবনানন্দ দাশ, আহসান হাবীব, সুনীল গঙ্গোপাধ্যায়, সমীর সেন, অমিতাভ চৌধুরী, হুমায়ুন আজাদসহ বিভিন্ন কবিদের নির্বাচিত ১৯টি কবিতা স্থান পেয়েছে। অপর অ্যলবামটির নামটিই হলো - ‘দেবব্রত বিশ্বাস স্মরণে’। অমর শিল্পী দেবব্রত বিশ্বাসকে নিয়েই এই অ্যালবাম। শিল্পী দেবব্রত বিশ্বাসকে নিয়ে এখন পর্যন্ত অনেক গ্রন্থ রচিত হয়েছে, রচিত হয়েছে বহু কবিতা, লিখেছেন দুই বাংলার স্বনামধন্য কবিরাও। এপার বাংলা এবং ওপার বাংলায় তাকে নিয়ে কবিতা লিখেছেন অনেকেই। সেসব থেকে বাছাইকৃত কিছু কবিতা নিয়েই এই অ্যালবাম। এই অ্যালবামে স্থান পেয়েছে মোট ১৭টি কবিতা। রয়েছে শঙ্খ ঘোষ, পঙ্কজ সাহা, সুবোধ সরকার, সজল বন্দ্যোপাধ্যায়, বীথি চট্টোপাধ্যায়, চিত্রা লাহিড়ী, নমিতা চৌধুরী, বিমল দেব, কবিতা সিন্হা, কৃষ্ণা বসুসহ বিভিন্ন কবিদের কবিতার পাঠ। প্রসঙ্গত উল্লেখ থাকে যে, বাচিক শিল্পের জগৎ এ তাকে ঘিরে এটাই প্রথম প্রয়াস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রকাশ হচ্ছে ডালিয়া দাস ও বিধান চন্দ্র পালের ৩ কবিতার অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ