Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দ্বিতীয় ডোজ নেয়ার পরও করোনায় আক্রান্ত এমপি গোপাল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ১:৪৮ পিএম | আপডেট : ১:৫২ পিএম, ৭ জুন, ২০২১

দেশে করোনার টিকা কার্যক্রম শুরুর প্রথম দিনই ৭ ফেব্রুয়ারি এমপি গোপাল কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নেন। গত ৮ এপ্রিল তিনি করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

জানা যায়, করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেয়ার প্রায় দুই মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল। শনিবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া যায়। এর আগে শুক্রবার জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে নমুনা দেয়া হয়।

বর্তমানে তিনি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের এমপি হোস্টেলের ৬ নম্বর ভবনের ৩০২ নম্বর কক্ষে অবস্থান করছেন।

এমপি গোপাল জানান, সংসদে প্রবেশের আগে বাধ্যতামূলক করোনা টেস্ট করতে হয়। সে কারণে জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে নমুনা দেন।

শনিবার রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ।

তিনি জানান, শরীরে জ্বর ও ব্যথা অনুভব করছেন। তবে শারীরিকভাবে ভালো আছেন।



 

Show all comments
  • mosharof ৭ জুন, ২০২১, ২:১৮ পিএম says : 0
    পরীক্ষা পদ্ধতিতে ত্রুটি থাকতে পারে। আরো কয়েক জায়গায় পরীক্ষা করে নিশ্চিত হয়ে তথ্য প্রকাশ করা উচিৎ!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমপি গোপাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ