Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেফাজতে ইসলামের ৩৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রেস ব্রিফিংয়ে হেফাজত মহাসচিব আল্লামা নূরুল ইসলাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ১১:৫৫ এএম | আপডেট : ৪:৫৫ পিএম, ৭ জুন, ২০২১

দেশের শীর্ষস্থানীয় আলেম উলামাদের নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় রাজধানীর খিলগাঁওস্থ মহাসচিবের অস্থায়ী কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম মাদরাসা সম্মেলন কক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসচিব আল্লামা হাফেজ নূরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এই কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ২০১০ সালে হাটহাজারী মাদরাসার তৎকালীন মহাপরিচালক দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ঈমান-আক্বিদা রক্ষার উদ্দেশ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে একটি ধর্মীয় আধ্যাত্মিক ও অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি মৃত্যু আগপর্যন্ত সূচারুরূপে এই সংগঠনের আমীরের দায়িত্ব পালন করেন। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ২৫ এপ্রিল উদ্ভূত পরিস্থিতির কারণে হেফাজতে ইসলামের আমীর শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শক্রমে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একই সাথে সেদিন হেফাজতের প্রধান মুরব্বী মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীকে প্রধান উপদেষ্টা, আল্লামা জুনাইদ বাবুনগরীকে আমীর ও আল্লামা নুরুল ইসলামকে মহাসচিব আল্লামা সালাউদ্দীন ও প্রিন্সিপাল মিজান চৌধুরী পীর সাহেব দেওনাকে সদস্য করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে সিদ্ধান্ত হয় যে, এই আহ্বায়ক কমিটি দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। এরই ধারাবাহিকতায় আজ ৭ জুন আলেম-উলামাদের সাথে পরামর্শক্রমে উক্ত আহবায়ক কমিটির পক্ষ হতে হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৩৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি সদস্যরা হচ্ছেন, আমীর হযরত আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, নায়েবে আমীর হযরত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, হযরত মাওলানা আবদুল হক মোমেন শাহী, হযরত মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, প্রিন্সিপাল মীযানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা, হযরত মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী সিলেট, হযরত মাওলানা ইয়াহইয়া হাটহাজারী মাদরাসা, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস ফরিদাবাদ মাদরাসা, হযরত মাওলানা তাজুল ইসলাম পীর সাহেব ফিরোজশাহ্, হযরত মাওলানা মুফতী জসিমুদ্দীন হাটহাজারী মাদরাসা, মহাসচিব হযরত মাওলানা হাফেজ নূরুল ইসলাম ঢাকা, যুগ্ম মহাসচিব হযরত মাওলানা সাজেদুর রহমান বি-বাড়িয়া, হযরত মাওলানা আব্দুল আউয়াল নারায়নগঞ্জ, হযরত মাওলানা লোকমান হাকীম চট্টগ্রাম, হযরত মাওলানা আনোয়ারুল করীম যশোর, হযরত মাওলানা আইয়ুব বাবু নগরী, সহকারী মহাসচিব হযরত মাওলানা জহুরুল ইসলাম মাখজান, হযরত মাওলানা ইউসুফ মাদানী (সাহেবজাদা আল্লামা শাহ আহমদ শফি রহ.), সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মীর ইদ্রিস চট্টগ্রাম, অর্থসম্পাদক হযরত মাওলানা মুফতী মুহাম্মদ আলী (মেখল), সহ-অর্থসম্পাদক হযরত মাওলানা মুফতী হাবিবুর রহমান কাসেমী নাজিরহাট, প্রচার সম্পাদক হযরত মাওলানা মুহিউদ্দীন রব্বানী সাভার ঢাকা, সহ-প্রচার সম্পাদক হযরত মাওলানা জামাল উদ্দীন কুড়িগ্রাম, দাওয়া বিষয়ক সম্পাদক হযরত মাওলানা আবদুল কাইয়ূম সোবহানী ঢাকা, সহকারী দাওয়া সম্পাদক হযরত মাওলানা ওমর ফরুক নোয়াখালী, সদস্য হযরত মাওলানা মোবারাকুল্লাহ বি-বাড়িয়া, হযরত মাওলানা ফয়জুল্লাহ পীর সাহেব মাদানীনগর, হযরত মাওলানা ফোরকানুল্লাহ খলিল দারুল মায়ারেফ চট্টগ্রাম,হযরত মাওলানা মোশতাক আহমদ খুলনা দারুল উলূম, হযরত মাওলানা রশিদ আহমদ কিশোরগঞ্জ, হযরত মাওলানা আনাস ভোলা, হযরত মাওলানা মাহমুদল হাসান ফতেহপুরী, হযরত মাওলানা মাহমুদুল আলম পঞ্চগড়, এছাড়, ভবিষ্যতে প্রত্যেক জেলা কমিটির সভাপতি পদাধিকার বলে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে বিবেচিত হবেন। জেলা কমিটির সভাপতি ও সেক্রেটারী অরাজনৈতিক ব্যক্তি হতে হবে। প্রেস ব্রিফিংয়ে ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় খাস কমিটিও ঘোষণা করা হয়। উক্ত খাস কমিটি “মজলিসে শুরা” হিসেবে বিবেচিত হবে।



 

Show all comments
  • জুবায়ের ৭ জুন, ২০২১, ১২:৫৩ পিএম says : 0
    দেশ ও দেশের পক্ষে তাকলে জুলুম হবেন এটা সাবাবিক কিন্তু বাস্তব হল দেশের বারটা বাজাতেই এই খেলা। তা নাহলে এই মানুষ গুরুত্বপূর্ণ মানুষকে বাদ দেওয়া কি টিক হল
    Total Reply(0) Reply
  • তানিয়া ৭ জুন, ২০২১, ১২:৫৫ পিএম says : 0
    নতুন কমিটি কে অভিনন্দন জানাচ্ছি
    Total Reply(0) Reply
  • শাহে আলম ৭ জুন, ২০২১, ১২:৫৭ পিএম says : 0
    আশা করি আগামীতে হেফাজতে ইসলাম শুধুমাত্র ইসলাম এর জন্য কাজ করবে
    Total Reply(0) Reply
  • লোকমান ৭ জুন, ২০২১, ১২:৫৮ পিএম says : 0
    আমরা মতে হেফাজতে ইসলাম সঠিক নেতৃত্ব বাছাই করতে সক্ষম হয়েছে
    Total Reply(0) Reply
  • তুষার আহমেদ ৭ জুন, ২০২১, ১২:৫৯ পিএম says : 0
    আল্লাহ আপনাদের কে ইসলাম ও দেশের জন্য কাজ করার তৌফিক দান করুক
    Total Reply(0) Reply
  • বুলবুল আহমেদ ৭ জুন, ২০২১, ২:১৪ পিএম says : 0
    আল্লাহ এই নেতৃবৃন্দ কে ইসলামের জন্য কবুল করুক
    Total Reply(0) Reply
  • বুলবুল আহমেদ ৭ জুন, ২০২১, ২:১৫ পিএম says : 0
    এদের নেতৃত্বে হেফাজতে ইসলাম তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে
    Total Reply(0) Reply
  • আরিফ ৭ জুন, ২০২১, ২:২০ পিএম says : 0
    আল্লাহ তায়ালা নতুন কমিটিকে ইখলাস ও লিল্লাহিয়্যতের সাথে কাজ করার তাওফিক দান করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলাম জিহাদী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ