প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গন গার্ল, আ কিওর ফর ওয়েলনেস খ্যাত হলিউড অভিনেত্রী লিজা বেনস। গুরুতর আশংকাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে নিউইয়র্কের মাউন্ট সিনাই মর্নিংসাইড হাসপাতালে। গন গার্ল তারকাকে একটি স্কুটার চাপা দিয়ে পালিয়ে যায়, জানিয়েছেন তার ম্যানেজার। ৬৫ বছর বয়সী লিসা বেনস এই মুহূর্তে ভর্তি রয়েছেন আইসিইউ-তে।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস-কে লিসার ম্যানেজার ডেভিড উইলিয়ামসন জানিয়েছেন, অভিনেত্রীকে ধাক্কা মেরে পালিয়েছে একটি স্কুটার বা মোটরবাইক। ঘটনাটি ঘটেছে ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে। সেই সময় অ্যামস্টারডাম অ্যাভিনিউ ক্রস করছিলেন লিসা বেনস, তার গন্তব্য ছিল নিজের প্রাক্তন স্কুল, জুলিয়ার্ড। ইতিমধ্যেই হিট অ্যান্ড রানের মামলা রুজু করেছে পুলিশ, তল্লাসি চালানো হচ্ছে বেপাত্তা স্কুটার চালকের খোজে, এই মামলায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি
হলিউডের বেশ কিছু উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন লিজা। অভিনয় করেছেন টম ক্রুজের সঙ্গেও। এ ছাড়াও ‘ন্যাশভিলে’, ‘মাস্টার অন সেক্স’, ‘রয়াক পেন্স’সহ একাধিক গুরুত্বপূর্ণ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।
সপ্তাহ দুয়েক আগে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রয়াত হন ‘স্কুল অব রক’ সিনেমা খ্যাত অভিনেতা কেভিন ক্লার্ক। বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। শিকাগো পুলিশ সূত্রে জানা গিয়েছিল, বাইসাইকেল চালানোর সময় এক এসইউভি এসে আচমকাই ধাক্কা মারে কেভিনকে। তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতালের চিকিৎসকরা কেভিনকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।