Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘লেডি বলার’ ভিডিওতে মুগ্ধ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ১২:০২ এএম

মেয়েরা চাইলে কী না করতে পারে! তা দেখিয়ে দিলেন ভারতের মিজোরামের ১৪ বছর বয়সের সিন্ডি রেমরুয়াতপুই। পায়ে সরু পেনসিল হিল পরেই ফুটবল নিয়ে কেরামতি দেখাল ‘লেডি বলার’। সিন্ডির এই ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়ার নাগরিকরা।
ভিডিওতে কালো প্যান্ট এবং মেরুণ রংয়ের টি-শার্টে দেখা যাচ্ছে সিন্ডির পরনে। পায়ে তার কালো পেন্সিল হিলের জুতো। তা দিয়ে কখনও দু’পায়ে, কখনও এক পায়ে দিব্যি নাচাচ্ছে ফুটবলটি। ১৪ বছরের কন্যার এই কেরামতি দেখেই মুগ্ধ নেটিজেনরা।

ভিডিওটি মিজোরামের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী রবার্ট রোমাইয়া রোয়তের নজরেও পড়েছে। নিজের টুইটার প্রোফাইলে সিন্ডির ভিডিও শেয়ার করে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মন্ত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফুটবল শুধুমাত্র ছেলেদের খেলা নয়, এটি সকলের জন্য!’
জানা গেছে, ছোটবেলা থেকেই ফুটবল ভক্ত সিন্ডি। তার স্বপ্ন পেশাদার ফুটবল হওয়া। এলাকায় ‘লেডি বলার’ হিসেবে পরিচিত সিন্ডি। বেশ কিছুদিন আগে সে ‘কিপি-আপ্পি’ নামের এক অনলাইন চ্যালেঞ্জের জন্য ভিডিওটি তৈরি করেছিল।

পুরনো সেই ভিডিওটিই নতুন করে শেয়ার করা হয়েছে। আলাদা কিছু মানুষের সামনে তুলে ধরতে চেয়েছিল সিন্ডি। মেয়ে হোক বা ছেলে ফুটবল সকলের খেলা। তা বোঝাতে চেয়েছিল। সেই কারণেই ভিডিওটি তৈরি করা হয়েছিল বলে জানায় মিজোরামের ‘লেডি বলার’। সূত্র : টাইমস নাও, জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ