Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

তিন বিভাগের রশি টানাটানিতে আটকে আছে সংস্কার কাজ

তালোড়া রেলওয়ে সড়ক

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মোঃ গোলাম ফারুক, দুপচাঁচিয়া (বগুড়া) থেকে

দুপচাঁচিয়া উপজেলার বন্দর নগর তালোড়া রেলওয়ে সড়কটি দীর্ঘদিন যাবত বেহাল দশায় পড়ে আছে। এলজিইডি, রেলওয়ে ও পৌরসভা তিনটি বিভাগের রশি টানাটানির ফলে দীর্ঘদিন সড়কটি সংস্কার বা মেরামত না করায় এলাকাবাসীসহ রেলযাত্রীদেক চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দক্ষিণে প্রাচীনতম বন্দর তালোড়া অবস্থিত। উন্নত যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন মিল কারখানায় সমাদৃত এই ব্যবসায়িক এলাকার যোগাযোগের অন্যতম মাধ্যম রেল স্টেশন। বগুড়া- সান্তাহার রেল সড়কের মধ্যবর্তী স্টেশনটির নাম তালোড়া। এই স্টেশন দিয়ে প্রতিদিন আন্তঃনগর এক্সপ্রেসসহ ১৬টি ট্রেন চলাচল করে। বর্তমান এই স্টেশনটি বিভিন্ন সমস্যায় জর্জরিত। স্টেশনে আসা-যাওয়ার একমাত্র সড়কটির বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার বা মেরামত না করায় সড়কটির বেশিভাগ স্থানের কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও সড়কটির দু’পার্শ্বে পানি নিস্কাশনের ড্রেনের কোন ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই সড়কটির ভাংগাচুড়া খানা-খন্দকগুলো পানিতে ডুবে যায়। এদিকে সড়কটির রেল লাইনের পাশ দিয়ে স্থানীয় এক শ্রেণীর কাঠ ব্যবসায়ী কাঠের বড় বড় গুল রেখে অবৈধ দখলে নিয়েছে। ফলে এই সড়কে কোরবানি ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়িতে আসা-যাওয়া যাত্রীসহ নিয়মিত যাতায়াতের রেলযাত্রী ও সাধারণ মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ দিকে মন্ধাত্য আমলে নির্মিত স্টেশনের প্লাটফর্মের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। এতে যাত্রীদেক ট্রেনে উঠানামায় চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এ ব্যাপারে তালোড়া পৌরসভার মেয়র খন্দকার আব্দুল জলিল এর সাথে যোগাযোগ করলে তিনি “দৈনিক ইনকিলাব”-কে জানান, সড়কটি রেলওয়ের। তাই সড়কটি সংস্কারসহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব রেলওয়ে কর্তপক্ষের। এ ব্যাপারে স্টেশন মাস্টার দেওয়ান সামছুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এই স্টেশন দিযে প্রতিদিন প্রায় ১ হাজার যাত্রী যাতায়াত করলেও স্টেশনসহ স্টেশনে আসা-যাওয়ার একমাত্র সড়কটি সংস্কারে কর্তৃপক্ষের কোন নজর নেই। স্টেশনের সড়কটির দু’ধারের অবৈধ দখল মুক্ত করতে অভিযান পরিচালনার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ একাধিকবার পত্র প্রেরণ করলেও, অজ্ঞাত কারণে সেই অভিযান আর চালানো হয়নি। এলাকাবাসীসহ দুর্ভোগের শিকার ভুক্তভোগী রেলযাত্রীরা ঐতিহ্যবাহী তালোড়া রেলস্টেশনের যাতায়াতের একমাত্র সড়কটি দ্রুত সংস্কারসহ স্টেশনের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন বিভাগের রশি টানাটানিতে আটকে আছে সংস্কার কাজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ