Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাঁওকান্দিয়া ইউপির বাজেট পেশ

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ১২:০৬ এএম

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় গাঁওকান্দিয়া ইউপি পরিষদের ২০২১-২২ অর্থ বছরে ২ কোটি ২৬ লাখ ৬৭ হাজার ৭শ’ ১৯ টাকার বাজেট পেশ করা হয়েছে। গাঁওকান্দিয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন মোতালেব গতকাল রোববার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদের সম্মেলন এ বাজেট পেশ করেন।

এসময় বক্তব্য রাখেন, গাঁওকান্দিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, নেত্রকোণা জেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, ইউপি সদস্য মো. রহিত মিয়া, ইউপি সদস্য মো. শাহজাহান, ইউপি সচিব বাবুল মিয়া, মো. ইদ্রিস আলি প্রমুখ। প্রস্তাবিত বাজেট যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে বাস্তবায়ন করা হয়, সে জন্য সবাইকে স্ব-স্ব জায়গা থেকে কাজ করার আহবান জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ