মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মে মাসে ভারতের প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রতি সেকেন্ডে প্রতি ১০০ জনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ জন। আক্রান্তদের মধ্যে আবার মৃত্যু হয়েছে ৫২ শতাংশের। দেশটির সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (সিএসই) একটি সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। সিএসইর পরিসংখ্যানের কথা উল্লেখ করে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ভারতের শহরগুলোতে করোনার পরিস্থিতি বেসামাল। কিন্তু গ্রামীণ উপক‚লীয় অঞ্চলের কী অবস্থা, সে সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ্যে আসে না। তাই সেখানকার প্রকৃত পরিস্থিতি জানা যায় না। করোনা শনাক্তে গ্রামাঞ্চলে প্রয়োজনীয় জনবলেরও অভাব রয়েছে। প্রকৃত পরিস্থিতি জানতে আরও ৭৬ শতাংশ ডাক্তার, ৫৬ শতাংশ রেডিওগ্রাফার এবং ৩৫ শতাংশ ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করতে হবে। ঘাটতি রয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও। প্রতিবেদনে বলা হয়, বিশ্বে দৈনিক সংক্রমণ সংখ্যা যত, মে মাত্র ৬ দিনে তার অর্ধেকসংখ্যক ভারতের গ্রামীণ অঞ্চলের মানুষ আক্রান্ত হয়েছেন। অপরদিকে, ভারতে বেশ কয়েক দিন ধরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার দৈনিক আক্রান্ত নেমেছিল এক লাখ ২০ হাজারে। রোববার তা আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ১৪ হাজার ৪৬০ জন, যা দুই মাস পরে সর্বনিম্ন। গত ৬ এপ্রিল শেষবার এক লাখ ১৫ হাজারের নিচে ছিল দৈনিক সংক্রমণ। একই সঙ্গে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু ৩ হাজারের নিচে নেমেছে। রোববার ভারতে করোনা আক্রান্ত হয়ে ২ হাজার ৬৭৭ জনের মৃত্যু হয়েছে। কিন্তু দৈনিক মৃত্যুর সংখ্যায় যেভাবে হ্রাস-বৃদ্ধি হচ্ছে তাতে উদ্বেগ থেকেই যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৮ লাখ ৯ হাজার ৩৩৯। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৭৫৯ জনের। দেশটিতে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭ দশমিক ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৫ দশমকি ৬২ শতাংশ। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।